নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দক্ষিণখান থানা এলাকার মোল্লারটেকের বিভিন্ন মহল্লায় ময়লা আর দুর্গন্ধের কারণে ওয়াসার পানি ব্যবহার করতে পারছেন না কয়েক হাজার মানুষ। এদিকে গ্যাস সংকটেও ঠিক সময়ে রান্না করতে না পারায় কষ্টে দিনাতিপাত করছে। রমজান মাসে বিকাল বেলায় মানুষের যেসময় রান্না করতে হয় ঠিক সেই সময়ে বন্ধ করে দেওয়া হয় গ্যাস লাইন।
এলাকার বাসায় গ্যাস সংকটের কারণে সবার পরিবারে রান্নাবান্না আর খাওয়াদাওয়ার নিয়ম বদলে গেছে। প্রায়ই হোটেল থেকে খাবার এনে খেতে হচ্ছে। জলি খানম বলেন, সকাল ৭টা থেকে ৯টা বিকাল ৩টা থেকে সাড়ে ৬ টা পর্যন্ত নিয়মিত গ্যাস থাকে না। খুব ভোরে উঠে রান্না করতে হয়। ঘুম থেকে উঠতে দেরি হলেই সেদিনের খাবার বাইরে থেকে এনে খেতে হয়।
দেখার যেন কেউ নেই।এ এলাকার বাসা-বাড়ির লাইনের গ্যাস বন্ধ করে দিয়ে গার্মেন্টস ও ফ্যাক্টরীতে গ্যাস লাইন সচল রাখেন বলে অভিযোগ উঠেছে। ফলে রান্নাসহ বিভিন্ন কাজে চরম ভোগান্তি পড়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের দক্ষিণখান এলাকার কয়েক হাজার মানুষ পানি সরবরাহ না থাকলে বাধ্য হয়ে কখনো কখনো ওয়াসার গাড়ি বা বোতলজাত পানি কিনে ব্যবহার করতে হয় এলাকার বাসিন্দাদের।
নলকূপের মুখ থেকে কখন একটু ভালো পানি বের হবে তা দেখার জন্য প্রায়ই তাকিয়ে থাকতে হয় স্থানীয়দের।
স্থানীয়রা বলেন, দুর্গন্ধযুক্ত পানি বের হয়। এই পানি দিয়ে কোন কাজই করা যায়না। পরে যখন একটু ভালো পানি বের হয় তখন সবাই তাড়াহুড়া করে পানি ধরে। তারপরও সব সময় পানি থাকেনা।
অনেক সময় বাধ্য হয়ে ময়লা পানিই ব্যবহার করতে হয়। সংসারের নানা কাজে এমন পানি ব্যবহারে অসুখ-বিসুখ যেন নিত্যসঙ্গী। ওয়াসার সুপেয় পানি যেন এই এলাকাবাসীর কাছে সোনার হরিণ। এমনকি মাঝেমধ্যে ময়লা পানিও মেলেনা টানা এক-দুই মাস।
স্থানীয়রা জানান, ডায়রিয়ার মতো অসুখ তো সব সময় লেগেই আছে। এই পানি ফুটানোর পরেও গন্ধ দূর হয়না। গত দুই তিন মাস থেকে অবস্থা আরও খারাপ। পানি মুখেও দেয়া যায়না, গোসলও করা যায়না। পানির বোতল কিনে চলতে হচ্ছে। রাজধানীতে বাস করেও আর কতদিন এমন পানি সংকটে থাকতে হবে কেউ জানেনা।
দক্ষিণখান এলাকার ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ি রোডের এই দুর্ভোগের কথা ওয়াসা কর্তৃপক্ষকে জানানো হয়েছে বারবার। তবে কোন কাজ হয়নি।
এদিকে পঞ্চাশ নম্বর ওয়ার্ডের মোল্লারটেক, উদয়ন স্কুল রোড, প্রেমবাগানসহ আশপাশের এলাকার মানুষ প্রায়ই পড়ছে পানি সংকটে। এলাকাবাসী উধ্বর্তন কর্তপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।