ভারত থেকে মনোয়ার ইমাম : দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক উন্নয়ন তুলতে চায় ভারত ও বাংলাদেশ। সম্পত্তি বাংলাদেশ এর জাতীয় বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে গিয়েছিলেন। সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রস্তাব দেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের যৌথ কূটনৈতিক সম্পর্ক এবং অথনৈতিক ও বানিজ্যিক সম্পর্ক জোড়া লাগার পাশাপাশি ভারত ও বাংলাদেশের দুই প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানের সামিল করতে হবে দক্ষিণ এশিয়ার সার্বিক সহযোগিতা ও অর্থনৈতিক এবং কূটনীতিক ও বানিজ্যিক ভিত্তিতে উন্নয়ন সাথে। নেপাল ও ভুটান এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক কুটনৈতিক ও বানিজ্যিক সম্পর্ক জোড়া লাগতে হবে।
খুলে দিতে হবে আন্তর্জাতিক পন্যপরিসেবা ও বানিজ্যিক পথ। অথনৈতিক সহযোগিতা বৃদ্ধি করতে ভারত ও বাংলাদেশের মধ্যে কলকাতা ঢাকা ও আগরতলা চট্রগ্রাম মঙ্গলা ও চট্রগ্রাম সহ বিভিন্ন সুমুদ্র বন্দর এর পাশাপাশি স্হলবন্দর এবং বিমান বন্দর খুলে দিতে হবে।
নেপাল হয়ে ভারত শিলিগুড়ি থেকে সোজা ঢাকা ও চট্টগ্রামে পৌঁছে যাবে পন্যবাহী যান। এবং ভুটান থেকে ভারত হয়ে দক্ষিণ পূর্ব রাজ্যে হয়ে ঢাকা ও চট্টগ্রামে পৌঁছে যাবে পন্যবাহী যান। এর ফলে আন্তর্জাতিক বিনিয়োগ বাড়বে এবং লক্ষ লক্ষ মিলিয়ন ডলার এর আন্তর্জাতিক বাণিজ্য বাড়বে উভয় দেশের মধ্যে।
এই বিষয়ে ভারতের বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিঙলা চারটি দেশের মধ্যে স্হলপথ ও আকাশ পথে বানিজ্য বাড়াতে ঐক্যবদ্ধ হয়েছে বলে জানিয়েছেন। এবং প্রতিক্ষিত বি বি আই এন চুক্তির মাধ্যমে এই চারটি দেশ অথনৈতিক উন্নয়ন দৃঢ়তা লাভ করবে।ঐই বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।