নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন ইসলামাবাদ এলাকায় গতকাল বৃহস্পতিবার (১৯ মে) বিকালে র্যাব-১০ এর একটি আভিযানিক দল একটি অভিযান চালিয়ে ১ লক্ষ ৫৩ হাজার টাকা মূল্যের ৫১০ পুরিয়া হেরোইনসহ সুমি বেগম (৩০) নামে ১ জনকে গ্রেফতার করে।
এছাড়া একইদিন রাতে র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় অপর একটি অভিযানে ৫ লক্ষ টাকা মূল্যের ৪৮০ পুরিয়া হেরোইনসহ শাহিন হোসেন (২৪) ও আজিজুল (২৬) নামে ২ জনকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।