নিজস্ব প্রতিবেদক : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ র্যাবের অভিযানে ৭ জুয়াড়িকে গ্রেফতার করেছে।
আজ রোববার (২৮ ফেব্রুয়ারী) বিকাল ৪ টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকার জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মীরেরবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় ৭ জন জুয়াড়িকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে জাকির হোসেন (৫৫), শহিদুল (৪০), আসলাম (৫০), সুরুজ মিয়া (৪০), মোকাম্মেল হাওলাদার (৬৫), আঃ রশিদ (৬০) ও মনির হোসেন (৩৫)।
এসময় তাদের নিকট থেকে জুয়া খেলায় ব্যবহৃত ১০৪ পিছ তাস পিস জুয়া খেলার কার্ড, ৪ টি মোবাইল ফোন ও নগদ- ১ হাজার ৫ শ’ ৭০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।