নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে গতকাল শুক্রবার (১৭ ডিসেম্বর) র্যাব-১০ এর একটি আভিযানিক দল ১৭০পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ফারুক (২৯) বলে জানা যায়।
এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এছাড়া একইদিন সন্ধ্যায় উক্ত আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন জুরাইন কমিশনার রোড এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে ইব্রাহীম (২৭) ও রিতা আক্তার (৩৭)। এসময় তার নিকট থেকে ৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরানীগঞ্জ ও কদমতলীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।