300X70
রবিবার , ১৫ অক্টোবর ২০২৩ | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

দক্ষ, উৎকর্ষ ও বিজ্ঞানমুখী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা চূড়ান্ত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ১৫, ২০২৩ ১২:৩০ পূর্বাহ্ণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বিশেষ সিনেট অধিবেশনে উপাচার্য ড. মশিউর রহমান


বাঙলা প্রতিদিন ডেস্ক : দক্ষ, উৎকর্ষ ও বিজ্ঞানমুখী নতুন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমন্বিত পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

তিনি বলেন, ‘এটি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। আমরা চাই, আমাদের আগামী প্রজন্ম হোক দক্ষ, উৎকর্ষ, মানবিক, দেশপ্রেমিক এবং বিশ্বমানের। তাদের চিন্তা চেতনায় গভীর দেশপ্রেম মমত্ববোধ থাকতে হবে। বিজ্ঞান চেতনা ও সৃজনশীলতায় এই প্রজন্ম অপূর্ব শক্তি নিয়ে বেড়ে উঠুক- এটি আমাদের সম্মিলিত চাওয়া।’

আজ শনিবার (১৪ অক্টোবর) রাজধানীর একটি সম্মেলন কক্ষে ‘বিশেষ সিনেট অধিবেশন-২০২৩’ এ সিনেট চেয়ারম্যানের অভিভাষণে এসব কথা বলেন উপাচার্য। সিনেটের এ অধিবেশনে সভাপতিত্ব করেন ভাইস-চ্যান্সেলর ও সিনেট চেয়ারম্যান প্রফেসর ড. মশিউর রহমান।

মুক্তিযুদ্ধের চেতনার শক্তি, জ্ঞান ও সৃজনশীলতার সমাজ বিনির্মাণের আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উচ্চ শিক্ষার ৭০ শতাংশ শিক্ষার্থীর শিক্ষার উৎকর্ষতা নিশ্চিত করার অভীষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে। যে দেশের অনুপ্রেরণার নাম বঙ্গবন্ধু, রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, লালন- সে দেশকে অন্যকোনো পরাশক্তির পরামর্শ ব্যতিরেকেই আত্মমর্যাদায় নিজেদেরকে বলীয়ান করার সক্ষমতা রয়েছে।

গণতান্ত্রিক অভিযাত্রায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দারিদ্র্য বিমোচন থেকে শুরু করে শিক্ষার উন্নয়ন ও উৎকর্ষতায় জাতীয় বিশ^বিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ হবে আত্মমর্যাদার সেরা এক জাতিরাষ্ট্র।’

এই বিশেষ সিনেট অধিবেশনে উপাচার্য গত ২৪ জুন ২০২৩ তারিখে অনুষ্ঠিত সিনেটের ২৫তম অধিবেশনের পর থেকে এ পর্যন্ত গৃহীত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন বিবরণ সংক্ষিপ্তভাবে তুলে ধরেন।

এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- পরীক্ষা কার্যক্রম, অন ক্যাম্পাস অনার্স কোর্সে ভর্তি কার্যক্রম, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্সের ক্লাশ শুরু, সহপাঠ কার্যক্রম, কারিকুলাম উন্নয়নে ৩১টি কর্মশালা, মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ ও মোটিভেশন, শিক্ষাবৃত্তি প্রদান, কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ, একাডেমিক ও ফিজিক্যাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন, আইসিটি মাস্টার প্ল্যান, শিক্ষক প্রশিক্ষণে মাস্টার প্ল্যান, পরীক্ষা ব্যবস্থাপনায় ইএমএস প্রবর্তনসহ বহুবিধ কার্যক্রম।

দেশের প্রথিতযশা সমাজবিজ্ঞানী প্রফেসর ড. মশিউর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্য নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করছেন দেশ গঠনে। বাংলাদেশের আত্মমর্যাদা বৃদ্ধির লক্ষ্যে তাঁর পরিশ্রম, সাধনা এবং দৃঢ় অবস্থান আমরা লক্ষ্য করছি।

আমাদের প্রজন্মকে গড়ে তোলায় প্রধানমন্ত্রীর রয়েছে সুনির্দিষ্ট ভিশন। ডিজিটাল বাংলাদেশের পথ ধরে স্মার্ট বাংলাদেশ গঠনে তিনি স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নেন্স, স্মার্ট সোসাইটির কথা বলেছেন।

বঙ্গবন্ধু কন্যার এই ‘স্মার্ট সিটিজেন’ গড়ে তোলার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর। আমরা চাই, বাংলাদেশের এই তরুণ জনগোষ্ঠী হয়ে উঠুক দেশ ও বিশ্বের আগামী দিনের অনন্য সম্পদ।’

শিক্ষার মানোন্নয়নে বিশ^বিদ্যালয়ের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘এই প্রজন্মকে আলোকিত করে গড়ে তোলায় শ্রেণি কক্ষে নেয়া, পাঠদানে আধুনিক সকল ব্যবস্থাপনায় আনা, আর বই পড়ায় অভ্যস্ত করে জ্ঞান প্রবাহের সম্মিলনে নিয়ে আসা আমাদের একান্ত চাওয়া।

প্রতিবন্ধকতা আছে, সমাজে শ্রেণি বিভাজন আমাদের শিক্ষার্থীদেরকেও বঞ্চিত করছে। এটিও এক রূঢ় বাস্তবতা। কিন্তু প্রযুক্তি ও জ্ঞানে সমান সুযোগ সৃষ্টি করে আমরা সমতার পৃথিবীতে আনতে চাই এই জনগোষ্ঠীকে।

এরা যেন পৃথিবীতে সমান অংশীদারত্ব নিশ্চিত করার নতুন বাসিন্দা হয়। নতুন পৃথিবীতে জীবনের নবতর আদর্শ, নিষ্ঠা, প্রেম ও মমতার বাঁধনে মানবিক হোক আমাদের সন্তানেরা।

সিনেট চেয়ারম্যান বলেন, ‘সার্বিক উন্নয়নের মহাপরিকল্পনাসহ অন্তর্ভুক্তিমূলক, আদর্শনিষ্ঠ, মানবিক রাষ্ট্র দর্শনের অভিপ্রায় নিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ আত্মপ্রতিষ্ঠায় বদ্ধপরিকর। এ পথ অমসৃণ, চ্যালেঞ্জিং এবং বিশ্বরাজনীতির প্রেক্ষিতে এ উত্তরণও সহজ সাধ্য নয়।

অগ্রসরমান কাজের পথে বাধাবিঘ্নের মুখোমুখি আমরা হই বটে, তবে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের এই প্রিয় স্বদেশ অপ্রতিরোধ্য শক্তিতে ভরপুর। আসুন, সেই অপরিমেয় মুক্তিযুদ্ধের চেতনার শক্তি, জ্ঞান ও সৃজনশীলতার সমাজ বিনির্মাণ করে সকল অশুভকে পদানত করে বিজয় নিশ্চিত করি-শুভের, সুন্দরের, সত্যের আর জ্ঞানের আলোর।’

বিশেষ এ সিনেট অধিবেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের বিষয়ে বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, সংসদ সদস্য আবুল কালাম আজাদ, সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, সংসদ সদস্য আরমা দত্ত, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নজরুল ইসলাম, পিএসসির সাবেক সদস্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবীর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক শাহজাহান মিয়া, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়াসহ ১৬ জন সিনেট সদস্য।

সিনেট অধিবেশনে ৬০ জন সিনেট সদস্য ও ৩ জন আমন্ত্রিত সিন্ডিকেট সদস্য উপস্থিত ছিলেন। সিনেট অধিবেশনের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও তাদের আপনজন মৃত্যুবরণ করেছেন তাদের উদ্দেশে শোক প্রস্তাব উত্থাপন করেন সিনেট সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন।

তাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সিনেট অধিবেশন সমাপ্ত ঘোষণা করেন সিনেট চেয়ারম্যান ও ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমান।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

রিকশাচালককে সততার পুরস্কার দিলেন ডিএনসিসি মেয়র

ব্র্যাক ব্যাংকের ‘আস্থা’ অ্যাপ ব্যবহারকারীরা এখন পাবেন কিউআর পেমেন্ট সুবিধা

দেশের ক্লাউড খাতের বিকাশে একসাথে হুয়াওয়ে ও রেডডট ডিজিটাল

ডিএনসিসিতে মোবাইল কোর্টে ২ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা

নির্বাচন কমিশনকে ক্ষমতা না দিলে গ্রহনযোগ্য নির্বাচন সম্ভব হবে না : জিএম কাদের

শেখ জামালের জার্সিতে সাকিব, জাঁকালো আয়োজনে ক্লাবের মেম্বার্স নাইট

মুজিববর্ষ ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাফওয়া কর্তৃক বিশেষ দোয়া এবং এতিম ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে ইসলামী ব্যাংকের আলোচনা সভা

গাজীপুর সিটি নির্বাচনে ভোট কাল, প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

বাইডেন দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রকাশ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়ার

ব্রেকিং নিউজ :