300X70
শনিবার , ৭ জানুয়ারি ২০২৩ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ৭, ২০২৩ ১:১৭ অপরাহ্ণ

মনির হোসেন জীবন (বাণিজ্য মেলা থেকে ফিরে) – রাজধানীর অদূরে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। এটি মেলার দ্বিতীয় তম আসর। গত ১ লা জানুয়ারি, ২০২৩’ ২৭তম এ মেলার শুভ উদ্বাধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যত দিন যাচ্ছে তত বেচা-বিক্রি বাড়ছে। গতকাল শুক্রবার ছিল মেলার ষষ্ঠ দিন। এদিনে ক্রেতা- বিক্রেতা ও হাজার হাজার দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ছিল আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ। বানের স্রোতের মত বাঁধ ভাঙা জোয়ার ছিল তরুন তরুণীদের। শিশু থেকে শুরু করে বয়স্কদের উপস্হিত ছিল চোখে পড়ার মত। এদের মধ্যে পরিবার পরিজন নিয়ে সবাই মেলায় এসেছিল। সব কিছু মিলিয়ে এবারের মেলা বেশ জমজমাট হয়ে উঠেছে। মেলার সার্বিক নিরাপত্তা বলয় ব্যবস্হা ও বেশ জোরদার করা হয়েছে।

শুক্রবার মেলা প্রাঙ্গণ ঘুরে ও খোঁজ নিয়ে জানা গেছে, এবারের বাণিজ্য মেলায় দেশি-বিদেশি পণ্যের প্রচার, প্রসার ও বিক্রিতে পূর্ণাঙ্গ রূপ পেয়েছে । মেলার গেটে ঢুকেই কেউ ছবি তুলছেন, কেউ বা মোবাইল ভিডিও লাইভে স্বজনদের দেখাচ্ছেন মেলা প্রাঙ্গনের অপরুপ সৌন্দর্যময় দৃশ্য গুলো। গতকাল শুক্রবার সরকারি ছুটির দিন থাকায় অনেকে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছেন। পাশাপাশি কেনাকাটাও করছেন। পছন্দের জিনিসপত্র কিনছেন দামদর করে। কেউ কেউ জিনিসপত্র দেখে শুনে যাচ্ছেন পরে এসে কেনাকাটা করবেন এ আশায়। মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করাটা ছিল চোখে পড়ার মত।

এদিকে, গত কয়েক দিন ধরে প্রচন্ড কনকনে শীত থাকার পর ও প্রথম সপ্তাহেই বাণিজ্য মেলা পুরো জমে ওঠার কারণে ব্যবসায়ীরা অনেক খুশি। গত বছ‌রের তুলনায় এ বছর মেলা বে‌শি জমে উঠবে বলে প্রত্যাশা করছেন ব্যবসায়ী মহল। দিন যত বাড়বে মেলায় ক্রেতা-দর্শনার্থী বাড়বে বলে আশাবাদী ব্যক্ত করেছেন দোকানী ও বি‌ক্রেতারা। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ফার্নিচার এবং ইলেক্ট্রনিক সামগ্রীর স্টল ক্রেতা এবং দর্শনার্থীদের নজর কাড়ছে। একই সাথে খাদ্যসামগ্রীর স্টলগুলোতে ক্রেতাদের আনাগোনা বেড়েছে।

শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বাণিজ্য মেলায় আগত দর্শনার্থী ও বিভিন্ন পেশার লোকজনের সাথে আলাপকালে এসব তথ্য জানা গেছে।

এদিকে, শুক্রবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সরেজ‌মিনে পরিদর্শন গিয়ে জানা গেছে, এবারের ঢাকা আন্তর্জা‌তিক বাণিজ্য মেলায় ছোট-বড় মিলে ৩৫১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়নে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্যের পসরা নিয়ে হাজির হয়ে‌ছে। বঙ্গবন্ধু বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের প্রদর্শনী কেন্দ্রের স্থায়ী অবকাঠামোর ভেতরে ও বাইরে মিলিয়ে এবারের মেলা সাজানো হয়েছে। এতে ক্রেতা ও দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারছেন।

মেলার একাধিক স্টলমা‌লিক, ক্রেতা ও দর্শনার্থীরা জানান, এখানে মেলা হওয়ায় খুব ভালো হয়েছে। এখানে খোলামেলা পরিবেশ। এই এলাকায় এমনও মানুষ আছে যারা কখনও আগারগাঁওয়ের বাণিজ্য মেলায় যাননি, তারাও এখানে আসছেন। মেলার সৌন্দর্যই হলো ক্রেতা-দর্শনার্থী। তাদের আগমন যত বাড়বে মেলার সৌন্দর্য তত বাড়বে। আমাদের প্রত্যাশা, সামনে ক্রেতা-দর্শনার্থী আরও বাড়বে। মেলা ক্রেতামুখী করতে এবারও কমদামে নিজেদের প্রোডাক্ট ছেড়েছে বিভিন্ন কোম্পানি, রয়েছে বিশেষ ছাড়ও। ক্রেতা ও দর্শনার্থীদের উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় বিক্রিও বেড়েছে প্রচুর। স্টলে বিক্রি ও পণ্য উপস্থাপন কার্যক্রম পুরো দমে চালু হয়ে গেছে। ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে অবশেষে হাসি ফুটছে বিক্রেতাদের মুখে।

এদিকে, রাজধানীর উত্তরা থেকে মেলায় আসা
দর্শনার্থী শহিদুল ইসলাম শিশির জানান, এবারের বাণিজ্য মেলায় প্রচন্ড লোক বৃদ্বির পাশাপাশি বিক্রিও হচ্ছে ভালো। এবারের মেলায় প্রথম এলাম। মেলার পুরো প্রাঙ্গণ ঘুরে দেখার ইচ্ছা আছে। ঘুরতে ঘুরতে কিছু পছন্দ হলে কিনব। মেলায় আসার মূল উদ্দেশ্য পরিবার নিয়ে ঘোরাঘুরি করা। মেলায় এসে আমার খুব ভাল লেগেছে। পরিবেশ ও বেশ সুন্দর।

ঢাকার ধানমন্ডি এলাকার বাসিন্দা স্কুল শিক্ষার্থী আকাশ জানান, মেলার প্রথম দিন পরিবার নিয়ে আসার ইচ্ছা ছিল। কিন্তু সময়ের কারনে আসা হয়নি। শুক্রবার ছুটির দিন হওয়ায় সুবাদে আমি আমার পরিবারের জন্য প্রয়োজনীয় কিছু গৃহস্থালি সামগ্রী কিনে বাড়ি ফিরবো।

এদিকে, বাণিজ্য মেলায় গাজী গ্রুপের ডেপুটি ম্যানেজার (ককর্পোরেট সেলস) এনায়েত উল্লাহ সরকার জানান, মেলা প্রাঙ্গণে অনেক ‘দর্শনার্থী ও ক্রেতারা আসছেন, তারা মেলার জিনিসপত্র ঘুরে ঘুরে দেখছেন। বেলা যত গড়ায়, বিক্রিও তত বাড়ে। সামনের দিনগুলোতে বিক্রি আশানুরূপ হবে বলে আমরা আশাবাদী। এবারের মেলায় গাজীর প্রতিটি পণ্যেই ওপর ১০ শতাংশ ছাড় রয়েছে বলেও জানান তিনি।

মেলা আয়োজন কমিটি সূত্রে জানা গেছে, বাণিজ্য মেলায় ক্রেতা সমাগম বেড়েছে। আশা করি বাণিজ্য মেলা ব্যবসা সফল হবে। আমাদের আন্তরিকতার সবটুকু দিয়ে সুশৃঙ্খলভাবে মেলা পরিচালনা করছি। এ বছর সড়ক ব্যবস্থা অনেকটা ভালো। সহজে দর্শনার্থীরা মেলায় আসতে পারছেন। দর্শনার্থীরা যেন কোনো সমস্যায় না পরেন এমনকি কোনো অপ্রীতিকর ঘটনাও যেন না ঘটে সেজন্য মেলায় ভেতর ও বাইরে মোতায়েন রয়েছে অতিরিক্ত র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসারসহ বিভিন্ন সংস্থার লোকজন। বাড়তি নজরদারির জন্য মেলার ভিতরে ও বাইরের বিভিন্ন সড়কে বসানো হয়েছে ২৭০টি সিসি ক্যামেরা। মেলায় এবারও সাধারণ, প্রিমিয়াম, সংরক্ষিত, ফুড স্টল ও রেস্তোরসহ ১৩ ক্যাটাগরিতে স্টল রয়েছে। এছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে র‌য়ে‌ছে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন।

আয়োজক কমিটির লোকজন আরও জানান, এবার দেশি-বিদেশি মিলে মেলায় মোট ৩৫১টি স্টল, প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন র‌য়ে‌ছে। গতবার এই সংখ্যা ছিল ২২৫টি। দেশি প্রতিষ্ঠান ছাড়াও সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়া, ভারতসহ ১০টি বিদেশি রাষ্ট্রের ১৭টি প্রতিষ্ঠান অংশ নি‌য়ে‌ছে। গতবার শিশুপার্ক ছিল না। এবার মিনি শিশুপার্ক রয়েছে। ফুডকোর্ট নিচে চলে গেছে। পরিবেশও ভালো হয়েছে। পরিসর বড় হয়েছে। গতবারের তুলনায় এবারের মেলাটা আরও বেশি জমজমাট হবে বলে মনে করছে আয়োজকরা।

জানা গেছে, এবারের বাণিজ্য মেলায় প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে। তবে, বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের জন্য প্রবেশ মূল্য ফ্রি। মেলা খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। তবে ছুটির দিনে এক ঘণ্টা বাড়িয়ে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। এবার মেলার পরিসর বাড়ানো হয়েছে। মেলা উপলক্ষে রাজধানীর কুড়িল থেকে মেলার ভেন্যু পর্যন্ত যাত্রীদের আনা-নেওয়ার জন্য ৫০টি শাটল বাস চলাচল কর‌ছে। বাসের ভাড়া যাত্রীপ্রতি ৩৫ টাকা, বিকাশের মাধ্যমে ভাড়া পরিশোধ করলে যাত্রীরা ৫০ শতাংশ ছাড় পাচ্ছেন। এছাড়া মেলার চারপাশে বেশ কিছু খাবার হোটেলসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্টান গড়ে উঠেছে। মেলার কারনে ওই এলাকার বাড়ি ভাড়া ও ভাড়াটিয়ার সংখ্যা তুলনামূলক ভাবে কয়েকগুণ বেড়ে গেছে।

এদিকে, মেলায় দায়িত্বরত নারায়ণগঞ্জ জেলা পুলিশের এসআই মোহাম্মদ আজাহার মেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্হা প্রসঙ্গে জানান, এবারের মেলার আইনশৃঙ্খলা পরিস্হিতি যে কোন সময়ের চেয়ে ভাল আছে। এখানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য, এলিট ফোর্স র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাত দিন দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রোববার (১ জানুয়ারি) সকা‌লে ‘২৭তম ঢাকা আন্তর্জা‌তিক বা‌ণিজ্যমেলা’র উদ্বোধন করেন।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :