300X70
সোমবার , ২০ জুন ২০২২ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

দশ মিনিটের ঝড়ে লন্ডভন্ড শিক্ষা প্রতিষ্ঠানসহ ঘরবাড়ি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ২০, ২০২২ ২:১০ পূর্বাহ্ণ

বাউফল প্রতিনিধি : বাউফলে দশ মিনিটের ঝড়ে কেশবপুর ইউনিয়নের উত্তর মমিনপুর গ্রামে একটি মাদ্রাসাসহ প্রায় অর্ধশত বাড়িঘর বিধস্ত হয়েছে। গাছপালা উপড়ে পড়ে উপজেলা শহরসহ অঅভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে। বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ।

এদিকে হঠাৎ এই ঝড়ে সাধারন মানুষের ঘরবাড়ি বিধস্ত হওয়ায় প্রায় অর্ধশত পরিবার বর্ষার মধ্যে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছে।

স্থানীয়রা জানায়, রবিবার দুপুর দুইটার দিকে উত্তর-পশ্চিম দিক থেকে হঠাৎ একটি ঝড় উত্তর মমিনপুর গ্রামের উপর দিয়ে বয়ে যায়। ১০ মিনিটের ওই ঝড়ে মোস্তফা বিশ্বাস, খালেক বিশ্বাস, মোতালেব বিশ্বাস, লিটন বিশ্বাস, গোলাম রাব্বী, নিজাম উদ্দিন বিশ্বাস, খবির উদ্দিন বিশ্বাস, কবির বিশ্বাস, ফরিদ দফাদার, ফিরোজ সাজ্জাল, বশির সিকদার এবং শহিদুল ইসলাম সিকদারসহ অর্ধশত পরিবারের ঘর বিধস্ত হয়েছে।

এরা এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে। এছাড়া ঝড়ে মোমেলা জাহান হাফেজী মাদ্রাসার চল উড়িয়ে নিয়ে গেছে। ঝড়ে বিদ্যুতের ট্রান্সমিটারসহ ৮ খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। অসংখ্য গাছপালা পড়ে গ্রামটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গ্রামটিতে এখন কেবল আহাজারি চলছে।

উপজেলা বিদ্যুৎ বিভাগ বলছে, ট্রান্সমিটারসহ বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎ লাইন বন্ধ রয়েছে। পুনরায় বিদ্যুৎ সংযোগ স্থাপনের জন্য কাজ চলছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.আল আমিন বলেন, ক্ষতিগ্রস্থদের সহায়তার আওতায় আনা হবে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :