300X70
শুক্রবার , ১৩ জানুয়ারি ২০২৩ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ জন নিহত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ১৩, ২০২৩ ১১:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ব্যুরো : প্রত্যন্তপল্লীতে রাতে হঠাৎ বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের পাঁচ জন নিহত হয়েছেন। আর এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছে আরো একজন। বর্তমানে দগ্ধ হওয়া ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত ২টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পারুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মহাজন পাড়ায় এ দূঘর্টনাটি ঘটেছে।
অগ্নিদগ্ধহিয়ে নিহতরা হলেন, কাঙাল বসাক (৭০), ললিতা বসাক (৬০), লাকী বসাক (৩২), সৌরভ বসাক (১২) ও স্বরস্বতী বসাক (৪)। এ ঘটনায় আহত ব্যক্তির নাম খোকন বসাক (৪২)। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিঞা বলেন, বৃহস্পতিবার রাত ২টার দিকে বসত ঘরটিতে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্য হয়। তারা সবাই ঘুমাচ্ছিলেন।

তিনি বলেন, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক মো. ইলিয়াস জানান, রাতে হঠাৎ আগুন লাগার সংবাদ পেয়ে আমাদের পুলিশ ঘটনাস্থলে যায়। ওই সময় আগুনে পোড়া ছয়জনকে উদ্ধার করা হয়। এর মধ্যে পাঁচ জন মৃত। অন্য একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :