নিজস্ব প্রতিবেদক : দেশের সবচেয়ে বড় অনলাইন র্মাকেটপ্লেস থেকে গ্রাহকদের পণ্য
কেনার ক্ষেত্রে আর্কষণীয় অফার এবং ডিল দিতে সম্প্রতি ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি
র্পাটনার গ্রামীণফোন ও দারাজ বাংলাদেশ একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির অধীনে,
গ্রামীণফোনের ফ্ল্যাগশিপ অ্যাপ মাইজিপি’তে দারাজ এর জন্য একটি সেকশন অর্ন্তভুক্ত করা
হয়েছে; যেখান থেকে গ্রাহকরা এক্সক্লুসিভ বিভিন্ন ডিলসহ খুব সহজেই তাদের পছন্দের পণ্যগুলো
র্অডার করতে পারবেন।
এ চুক্তির ফলে দু’টি প্রতিষ্ঠানেরই গ্রাহক সম্পৃক্ততা আরো বাড়বে বলে প্রত্যাশা করা যাচ্ছে;
একইসঙ্গে এ ডিজিটাল অর্ন্তভুক্তি বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের যাত্রায় প্রতিষ্ঠান দু’টির
র্দীঘমেয়াদী যে লক্ষ্যমাত্রা রয়েছে সে বিষয়টিকে ত্বরাণ্বিত করতে সহায়ক ভূমিকা রাখবে। এ নিয়ে
আজ (০৭ নভেম্বর) রাজধানীর জিপি হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে এ ব্যাপারে জানানো হয়।
অনুষ্ঠানে দু’টি প্রতিষ্ঠানের র্ঊধ্বতন র্কমর্কতাগণ উপস্থিত ছিলেন। এ সময় তারা এ চুক্তিটি
কীভাবে গ্রাহকদের ডিজিটাল লাইফস্টাইলের পথচলায় ভূমিকা রাখবে তা নিয়ে আলোকপাত করেন।
গ্রামীণফোনের প্রধান র্নিবাহী ইয়াসির আজমান বলেন, “ডিজিটাল কানেক্টিভিটি র্পাটনার হিসেবে
দেশের ডিজিটাল ইকোসিস্টেমের সুবিধা সবার কাছে পৌঁছে দিতে আমরা র্পাটনারদের উপর র্নিভর
করি। আমাদের প্রিয় গ্রাহকদের কাছে ই-কর্মাসের সুবিধা ছডি়য়ে দিতে জন্য দারাজকে মাইজিপি
অ্যাপে অর্ন্তভুক্ত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত৷ এ উদ্যোগের জন্য দারাজকে আমি
স্বাগত জানাই। এ চুক্তিটি আমাদের গ্রাহকদের ডিজিটাল লাইফস্টাইলের চাহিদা মেটাতে এবং র্স্মাট
বাংলাদেশ পথে এগিয়ে যেতে অবদান রাখার প্রতিশ্রুতিকে তুলে ধরে।”
দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “দেশের র্অথনীতি মূলত
ডিজিটাল যোগাযোগের ওপর অনেকাংশে র্নিভরশীল এবং একটি প্রতিষ্ঠান সফলভাবে যতো বেশি
কমিউনিকেশন চ্যানেল তৈরি করে, গ্রাহকদের ওপর তাদের প্রভাব ফেলার সম্ভাবনা ততো বেশি হয়।
গ্রামীণফোনের সাথে অংশীদারিত্বে এ ধরনের কমিউনিকেশন এবং গ্রাহকদের এনগেজমেন্ট
চ্যানেলগুলো উন্মোচনের অনন্য সুযোগ উন্মোচন করেছে।”
গ্রামীণফোনের প্রধান র্নিবাহী ইয়াসির আজমান ও দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ
মোস্তাহিদল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্যদের
মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের সিএমও মোহাম্মদ সাজ্জাদ হাসিব; প্রতিষ্ঠানটির সিডিএসও
সোলায়মান আলম; হেড অব ডিজিটাল চ্যানেল জাহিদুজ্জামান এবং দারাজের সিওও খন্দকার তাসফিন
আলম ও প্রতিষ্ঠানটির গ্রোথ র্মাকেটিংয়ের পরিচালক মাশরুর হাসান মিম। এ প্ল্যাটর্ফমের
অফারগুলো ছাড়াও দারাজের বিভিন্ন ধরনের ক্যাম্পেইনের (১১.১১, ১২.১২, ক্যাটাগরি সেল ইত্যাদি)
সময় গ্রাহকরা বিভিন্ন অফার উপভোগ করতে পারবেন। পাশাপাশি, বছরজুডে় চলমান ফ্রি শিপিং,
মিস্ট্রি বক্স, এক্সক্লুসিভ ভাউচার, ফ্যান্টাস্টিক ডিসকাউন্ট সহ র্নিদিষ্ট ক্যাটাগরি
ক্যাম্পেইনেও গ্রাহকরা বিভিন্ন অফার সুবিধা উপভোগ করতে পারবেন। মাইজিপি অ্যাপের মাধ্যমে
দারাজে প্রবেশ করলে গ্রাহকরা এ সুবিধা উপভোগ করতে পারবেন; যার ফলে গ্রাহকরা এক
প্ল্যাটর্ফম অন্যান্য সুবিধার পাশাপাশি এখন দারাজের পণ্যও কিনতে পারবেন, যা তাদের জীবনে
নতুন মাত্রা যোগ করবে।