নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: আগামী ২২ ফেব্রুয়ারি খুলছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। কোভিড টিকার দুই ডোজ যারা নিয়েছে, কেবল সেসব শিক্ষার্থীর ক্লাস সশরীরে হবে। আর, যারা দুই ডোজ টিকা পায়নি, তাদের ক্লাস অনলাইনে বা টিভিতে হবে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। কতজন শিক্ষার্থী টিকার দুই ডোজ টিকা পেয়েছে, তাও জানান শিক্ষামন্ত্রী।
এ ছাড়া প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানান শিক্ষামন্ত্রী। তবে, মার্চের প্রথম সপ্তাহের দিকে প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাসে আনা যাবে বলে আশাপ্রকাশ করেন তিনি।