নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন২৪.কম:
জনতা ব্যাংক লিমিটেডের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ সম্প্রতি ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের দুবাই শাখা আয়োজিত দুবাইয়ের একটি হোটেলে ব্যবসায়ী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সমাবেশে দুবাইয়ের বাংলাদেশ দূতাবাসের কনস্যুলেট জেনারেল বিএম জামাল হোসেন ও কমার্শিয়াল কাউন্সেলর কামরুল হাসান এবং এনআরবি ব্যাংক ও আল হারমাইন গ্রুপের চেয়ারম্যান মোঃ মাহাতাবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
জনতা ব্যাংক লিঃ ইউএই অপারেশন সিই মোঃ আমিরুল হাসানের সভাপতিত্বে ব্যবসায়ী সমাবেশে সংযুক্ত আরব আমিরাতের সাতটি স্টেটের বাংলাদেশী ব্যবসায়ীরা অংশ নেন।