নোয়াখালী প্রতিনিধি : ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ এই প্রতিপাদ্য নিয়ে নোয়াখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের কার্যালয়ে পতাকা উত্তোলন, শোভাযাত্রা, মানববন্ধন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান নোয়াখালী জেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের দুর্নীতি না করার শপথ করান।
এসময় তিনি বলেন, দুর্নীতির প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ। শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ গঠনে কোনো দুর্নীতির ঠাঁই হবে না। আমরা সরকারি কর্মকর্তারা শপথ করলাম আমাদের কার্যালয়ে কোনো দুর্নীতি হবেনা। আমরা দুর্নীতির বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকবো। আমরা সকলে একত্রে সোচ্চার হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দিতে পারবে।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দূনীর্তি দমন কমিশন নোয়াখালীর উপপরিচালক সৈয়দ তাহসিনুল হকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, সুশাসিত গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে দেশে আইনের শাসন ও জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। তাই সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান বিশেষ করে আইন প্রয়েগকারী সংস্থা, প্রশাসন, বিচার প্রক্রিয়া, নির্বাচর কমিশিন ও মাবিধাকার কমিশনের নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠ, দক্ষতা ও পেশাদায়িত্ব নিশ্চিতের পাশাপশি গণমাধ্যম ও দেশবাসীর স্বাধীন মত প্রকাশের অধিকার অক্ষুন্ন রাখতে হবে। দেশের প্রতিটি সেক্টরের জবাবদিহিতা থাকতে হবে। আমাদের আজকের শপথ হোক নিজে দুর্নীতি করব না এবং অন্যকেউ দুর্নীতি করলে বা করার চেষ্টা করলে প্রতিবাদ করব।
এসময় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) বিজয়া সেন, সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বাদল, চৌমুহনী এসএ কলেজের সাবেক অধ্যক্ষ আবুল বাশার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক একেএম ছায়েফ উদ্দিন সোহান প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও গণপূর্ত বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব, অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ব্যবস্থাপনা) অজিত দেব, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফু্দ্দিন মাহামুদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, নোয়াখালী জেলা পরিষদ, বেসরকারি উন্নয়ন সংস্থা এন-রাশ, ব্র্যাক সহ জেলার সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা অংশগ্রহণ করেন।