সংবাদদাতা, নড়াইল : নড়াইলে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন এক স্বেচ্ছাসেবক লীগ নেতা। তার নাম আকবর হোসেন লিপন (৪৫)। হামলায় ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়াও দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতে গুরুতর জখম হয়েছেন তিনি।
জানা গেছে, রবিবার দিবাগত রাতে লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের উত্তর পাড়া শিকদার বাড়ি মসজিদের পাশে এই ঘটনা ঘটে।
মধ্যপাড়া থেকে বাড়ি ফেরার পথে ওঁৎপেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে লিপন মেম্বারকে গুরুতর আহত করেন। এতে ঘটনাস্থলেই তার কব্জি ও কনুইের মাঝ থেকে ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আহত আকবর হোসেন লিপন একই উপজেলার মঙ্গলহাটা গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে। তিনি মল্লিকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) ছিলেন। গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন তিনি।