300X70
শনিবার , ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বস্ত্রশিল্প দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৮:৫৭ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : আগামীর বিশ্বে টিকে থাকলে হলে প্রকৌশলীরা সুকৌশলী হতে হবে। আধুনিক ও যুগোপযোগী প্রযুক্তি ব্যবহার করে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে৷ দেশের দ্বিতীয় বৃহত্তর অর্থনৈতিক চালিকা শক্তি হলো বস্ত্র শিল্প৷ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বস্ত্রশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র বস্ত্র কৌশল বিভাগের উদ্যোগে “বাংলাদেশে ম্যান মেইড ফাইবার (এমএমএফ) উৎপাদনের সুযোগ – প্রযুক্তি চ্যালেঞ্জ এবং লিঙ্কিং অ্যাকাডেমিয়া” শীর্ষক সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইইবির প্রেসিডেন্ট ইঞ্জি. মো. আবদুস সবুর এই সব কথা বলেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইইবি’র প্রেসিডেন্ট ও বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. মোঃ আব্দুস সবুর।

ইঞ্জি. আবদুস সবুর বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছেই আমাদের অর্থনীতি, রাজনীতি ও সমাজনীতি অনেক নিরাপদ। আগামী নির্বাচন অনেক চ্যালেঞ্জিং হবে। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে বস্ত্রশিল্পের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতা দরকার।

তিনি আরও বলেন, বস্ত্রশিল্প নিয়ে সরকার অনেক সচেতন। এই শিল্পকে বিকশিত করতে আরও গবেষণা করতে প্রকৌশলীরা এগিয়ে আসবেন। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৩ শতাংশ অর্জিত হয় তৈরি পোশাক রপ্তানি থেকে। সময়ের পরিক্রমায় প্রতিযোগিতার বাজারে ঠিকে থাকতে হলে প্রতিনিয়ত প্রযুক্তির সাথে খাপ খাইয়ে চলতে হয়। আইইবির সাধারণ সম্পাদক ইঞ্জি. এস. এম. মঞ্জুরুল হক মঞ্জু’র স্বাগত বক্তব্যে প্রদান করেন।

স্বাগত বক্তব্যে ইঞ্জি. এস. এম. মঞ্জুরুল হক মঞ্জু বলেন, বস্ত্র খাতের নতুন এ বাজার ধরতে এখনই কটনের পাশাপাশি নন-কটনের তৈরি পণ্য রপ্তানিতে জোর দিতে হবে। এজন্য সরকারের নীতি-সুবিধাসহ এসব রপ্তানী পণ্যের প্রণোদনার প্রয়োজন। তাহলে খুব সহজেই এ বাজারে প্রবেশ করা যাবে। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, বিনিয়োগও বাড়বে।

আইইবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান ইঞ্জি. মোহাম্মদ আসাদ হোসেনের সভাপতিত্বে সম্পাদক ইঞ্জি. মোহাম্মদ ওয়ালিউল ইসলামের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থান করেন বুটেক্সের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্বাস উদ্দিন।

আলোচনায় অংশগ্রহণ করেন আইটিইটির সভাপতি ইঞ্জি. মো. শফিকুর রহমান (সিআইপি), বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়(বুটেক্স)’র উপাচার্য অধ্যাপক ডঃ শাহ আলীমুজ্জামান বেলাল, আইইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. মো. নুরুজ্জামান, ইঞ্জি. খন্দকার মঞ্জুর মোর্শেদ, ইঞ্জি. মোঃ শাহাদাত হোসেন (শিবলু), পিইঞ্জ., আইইবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সাবেক চেয়ারম্যান ইঞ্জি. মো. মাসুদুর রহমান।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন আইইবির সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জি. আবুল কালাম হাজারী, ইঞ্জি. অমিত কুমার চক্রবর্তী, ইঞ্জি. মো. রনক আহসান, ঢাকা সেন্টারের সম্পাদক ইঞ্জি. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইঞ্জি. শেখ মাসুম কামাল, আইইবির কৃষি কৌশল বিভাগের চেয়ারম্যান ইঞ্জি. মেছবাহুজামান চন্দনসহ আইইবির নেতৃবৃন্দ।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম ইপিজেডে ভারতীয় কোম্পানির ৯.২৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ

ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন ১২ জন

প্রধানমন্ত্রী টানা ১৫ দিনের সফরে জাপান-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য যাচ্ছেন

আজ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা

অসংক্রামক রোগ প্রতিরোধে স্থানীয় সরকার কর্তৃক নীতিমালা প্রণয়ের আহবান

১৪ মার্চ নুরের বিরুদ্ধে অপহরণ-ধর্ষণ মামলার প্রতিবেদন

বিএনপিকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন বছরে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা প্রধানমন্ত্রীর

বঙ্গবন্ধুর স্বপ্ন শেখ হাসিনার নেতৃত্বে আজ পূর্ণতা পেয়েছে

করোনায় গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু, শনাক্ত ১৭৬৭

ব্রেকিং নিউজ :