সংবাদদাতা, টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ারে মহিষের আক্রমণে চিকিৎসাধীন অবস্থায় হাসমত আলী খান (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল তিনজনে।
নিহত হাসমত আলী খান উপজেলার লাউহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
সোমবার (২৩ জানুয়ারি) রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, সোমবার দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলার এলাসিন ইউনিয়নের বারপাখিয়া গ্রামের কিতাব আলী মারা যায়।
এ ছাড়াও রোববার হাজেরা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়। এ ঘটনায় আহত হন কমপক্ষে ১৫ জন। তারা ঢাকাসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা।