——-সাংবাদিক সমাবেশে নেতৃবৃন্দ
বাঙলা প্রতিদিন প্রতিবেদক : কোটা আন্দোলনের নামে সম্প্রতি দেশজুড়ে ধ্বংসযজ্ঞে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে সাংবাদিক নেতারা বলেছেন, এই ধ্বংসযজ্ঞের দায় বিএনপি-জামায়াতকে নিতে হবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে দেশদ্রোহী দুষ্কৃতকারিদের মোকাবেলা করার জন্য সবার প্রতি উদাত্ত আহবান জানান।
আজ শনিবার (২৭ জুলাই) দুপুরে ‘মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম’র আয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি এ দাবি জানান সাংবাদিক নেতারা।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সাংবাদিক ফোরামের শীর্ষ নেতা, প্রধানমন্ত্রী সাবেক তথ্য উপদেষ্টা, ডিবিসি চেয়ারম্যান ও ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, কোটা বিরোধী ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি জামাত রাষ্ট্রীয় সম্পদে আগুন জ্বালিয়ে ধ্বংস করেছে। কয়েকজন সাংবাদিকদের হত্যা করা হয়েছে অনেক সাংবাদিক এই সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। বাংলাদেশ টেলিভিশন ভবনে আগুন জ্বালিয়ে দেয়া হয়েছে। মেট্রো রেল স্টেশনে আগুন দেয়া হয়েছে।
পরিকল্পিতভাবে তারা এই নাশকতা চালিয়েছেন। জড়িতদের দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।
ডিইউজে’র সাবেক সাংগাঠনিক সম্পাদক এ জিহাদুর রহমানের সঞ্চালনায়
সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএফইউজে সভাপতি ওমর ফারুক, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী, বাংলাদেশ সম্পাদক ফোরামের আহবায়ক রফিকুল ইসলাম রতন, বিএফইউজের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ, জাতীয় প্রেসক্লাবের কোষাধক্ষ্য সাহেদ চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকুর আলী শুভ, ডিইউজের সাবেক নেতা মানিক লাল ঘোষ, ঢাকা বহুমুখী সমবায় সমিতির সভাপতি আল মামুন ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান বাবু, সহ-সভাপতি এস এম মোশারফ হোসেন ইউসুফ, কোষাধ্যক্ষ মোশারফ হোসেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক শেখ জামাল,বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির সভাপতি নাসিমা আক্তার সোমা, সাংবাদিক সিদ্দিকুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম, মেহেদী হাসান, বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদের সদস্য সচিব আবু সাঈদ, জয়বাংলা সাংবাদিক মঞ্চের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবু, ডিইউজের সিনিয়র সহসভাপতি নেতা নজরুল ইসলাম মিঠু, ইব্রাহিম খলিল খোকন, সোহেলী চৌধুরী, আসাদুর রহমান, শাজাহান স্বপন, জান্নাতুল ফেরদৌস সোহেল, সুমি খান, সাজদা হক প্রমূখ ।
সমাবেশে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে সরকারি স্থাপনায় হামলাকারীদের কঠোরভাবে দমন করার আহ্বান জানিয়ে সাংবাদিক নেতারা। দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের রুখতে সরকারকে আরও দূরদৃষ্টি সম্পন্ন ও বিচক্ষণ হওয়ার পরামর্শ দেন ।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৮ ও ১৯ জুলাই সারা দেশে বিএনপি-জামায়াতের সহিংসতায় হতাহত হয়েছেন সাংবাদিক, শিক্ষার্থী, পথচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বহু মানুষ। তথ্য সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন সাংবাদিকও। সহিংসতায় সরকারি-বেসরকারি বহু স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ এই পৈশাচিক ও বর্বোরোচিত হামলা ও ধ্বংসযজ্ঞের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনেরও দাবি জানান।