এম এ মান্নান, লালমনিরহাট
দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দির, দেবদেবির মুর্তি ও বাড়ি-ঘরে হামলা ভাংচুর অগ্নিসংযোগ করে লুটতরাজ ও খুনের ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সামবেশ করেছে ইসকন। এদেশে সুষ্ঠভাবে বেঁচে থাকা ও নিজনিজ ধর্ম পালনে সাংবিধানিক অধিকার নিশ্চিত করাসহ ৫ দফা দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ইসকন।
আজ সোমবার সকালে লালমনিরহাটে বানিয়ারদীঘি শ্রীশ্রী রাধা গিরিধারী মন্দির থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড় গোলচত্বরে ঘন্টাব্যাপি বিক্ষোভ ও মানব বন্ধন করা হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন তারা। বিক্ষোভ সমাবেশে ইসকন সদস্যসহ সকল স্তরের হিন্দু জনগোষ্ঠির কমপক্ষে সহশ্রাধিক মানুষজন স্বত:স্ফুর্ত অংশ গ্রহন করেন।
এসময় তারা সাম্প্রদায়িক হামলা বন্ধ ও দুর্বৃত্তদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধনে লালমনিরহাট ইসকনের সভাপতি মহাকৃষ্ণ প্রেমদাস ব্রহ্মচারী, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি হিরালাল রায়সহ হিন্দু নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।