নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য হোসেন তৌফিক ইমাম (এইচ টি ইমাম) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। তিনি আজ এক শোক বার্তায় প্রয়াত এইচ টি ইমাম-এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন । পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোক বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকারের প্রতি আনুগত্য ত্যাগ করে দেশপ্রেমিক এইচ টি ইমাম প্রবাসী সরকারের মন্ত্রী পরিষদ সচিবের দায়িত্ব পালন করেন। স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রী পরিষদ সচিব হিসেবে দেশ গঠনে অসামান্য অবদান রেখেছেন। দেশের স্বার্থে প্রতিটি কাজে এইচ টি ইমাম মেধার স্বাক্ষর রেখেছেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য হোসেন তৌফিক ইমাম (এইচ টি ইমাম) এর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।