বাঙলা প্রতিদিন ডেস্ক:
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বেড়েই চলেছে। সরকার করোনাভাইরাস মোকাবেলা নানা পদক্ষেপ করেছে। করোনা রোধে দেশে চলছে কঠোর লকডাউন। কঠোর লকডাউনের আজ দশম দিন। আর দেশের ১৩ জেলায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে আরো ১১৯ জন। এরমধ্যে কুষ্টিয়া।জেলায় মারা গেছে ১৮ জন, বরিশালে ১৬ জন, রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে ১৪ জন, ময়মনসিংহ জেলায় ১২ জন, খুলনা জেলায় ১০ জন, সাতক্ষীরা জেলায় ১০ জন, চুয়াডাঙ্গা জেলায় ৮ জন, টাঙ্গাইল জেলায় জন, মেহেরপুর জেলায় ৬ জন, কুমিল্লা জেলায়৭ জন, ঝিনাইদহ জেলায় ৪ জন, গাইবান্ধা জেলায় ৪ জন ও চট্টগ্রাম জেলায় ৩ জন।
সারবিশ্বে মৃত্যু ৪০ লাখ সাড়ে ৩৪ হাজার, আক্রান্ত ১৮ কোটি ৬৮ লাখ সোয়া ১৫ হাজার, সুস্থ হয়েছে ১৭ কোটি ৮ লাখ ৭৪ হাজার
দেশে প্রতিনিয়ত বেড়েই চলছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। ঢাকার বাহিরের গত ২৪ ঘণ্টায় এসব জেলায় করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে।
আজ শনিবার (১০ জুলাই) বাঙলা প্রতিদিনের প্রতিনিধিরা এসব তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শুক্রবার করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে ২১২ জনের মৃত্যুর খবর দিয়েছেন। সেই সঙ্গে বাংলাদেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত (শনাক্ত) হয়েছেন আরো ১১ হাজার ৩২৪ জন।
বিশ্বে সর্বশেষ করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৭ হাজার ৮০৬ জন। আর এ নিয়ে বিশ্বে আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৮ কোটি ৬৮ লাখ ১৫ হাজার ৩৭৬ জনে। সারবিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা হলো ৪০ লাখ ৩৪ হাজার ৮১৫ জনে। একই সময়ে বিশ্বে করোনায় আক্তান্ত হয়ে সুস্থ হয়েছে ১৭ কোটি ৮ লাখ ৭৩ হাজার ৯৩৩ জন।