বাঙলা প্রতিদিন ডেস্ক : করোনাভাইরাসের একদিনে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। আর একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৮৪৮ জনের দেহে।
এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ১০২ জন।
আজ শুক্রবার (১৪ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৮৪৮ জনের দেহে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৯ হাজার ৫৩৫ জনে।