বাঙলা প্রতিদিন ডেস্ক: দেশে করোনা আক্রান্ত হয়ে একদিনে আরও ৬৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ৩ হাজার ৫৭ জনের দেহে। দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৪৮ হাজার ২৭ জন। আর করোনায় মারা গেলেন মোট ১৩ হাজার ৪৬৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭২৫ করোনা রোগী।
গতকাল শুক্রবার (১৮ জুন) সকাল ৮টা থেকে আজ শনিবার (১৯ জুন) সকাল ৮টা পর্যন্ত ৩ হাজার ৫৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আজ শনিবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭২৫ করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৭ লাখ ৮০ হাজার ১৪৭ জন।
উল্লিখিত সময়ে করোনা শনাক্তের হার ১৮ দশমিক ০২ শতাংশ। এখন পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ৪৫ শতাংশ। সুস্থতার হার ৯২ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯।