300X70
মঙ্গলবার , ২৯ জুন ২০২১ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

দেশে করোনায় আরও ১১২ জনের মৃত্যু, সংক্রমণ ছাড়াল নয় লাখে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ২৯, ২০২১ ৬:৩১ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন, ডেস্ক রিপোর্ট: করোনায় বাংলাদেশে টানা তিন দিনে শতাধিক করে মৃত্যু হলো। দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরো ১১২ জনের মৃত্যুর হয়েছে। এরমধ্যে পুরুষ ৬৭ জন ও নারী ৪৫ জন।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরো ৭ হাজার ৬৬৬ জনের দেহে। শনাক্তের হার ২৩.৯৭ শতাংশ।

এনিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৪ হাজার ৪৩৬ জনে। এদিকে গতকাল সোমবার মৃত্যু ছিল ১০৪ জনের, তার আগেরদিন রেকর্ড ১১৯ জনের।

গত একদিনে করোনামুক্ত হয়েছেন ৪ হাজার ২৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ১১ হাজার ৭০০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে আজ মঙ্গলবার বিকালে এসব তথ্য জানা যায়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৯৮২টি নমুনা পরীক্ষায় ৭ হাজার ৬৬৬ জন শনাক্ত হন। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৫ লাখ ৭৩ হাজার ৮২২টি। পরীক্ষা বিবেচনায় এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানায়, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৬১ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ২৪, ৪১ থেকে ৫০ বছরের ১০, ৩১ থেকে ৪০ বছরের ১৪, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।

এদিকে দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে।

এ বছরের শুরুতে করোনার প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল। তখন শনাক্তের হারও ৫ শতাংশের নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, কোনো দেশে টানা দুই সপ্তাহের বেশি সময় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়। সে হিসেবে বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই বলা হয়।

এরমধ্যে গত ১৬ এপ্রিল দেশে দৈনিক মৃত্যু একশো ছাড়ায়। সেদিন ও তার পরদিন ১৭ এপ্রিল ১০১ করে মৃত্যু হয় করোনায়। ১৮ এপ্রিল ১০২ জন ও ১৯ এপ্রিল ১১২ জন মারা যান।

এটাকে বাংলাদেশে করোনার ‘দ্বিতীয় ঢেউ’ বলছেন বিশেষজ্ঞরা। করোনা সংক্রমণ মারাত্মক আকার ধারণ করায় প্রথমে ২১ এপ্রিল ও পরে তা বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ জারি করেছিল সরকার।

এরপর সেটি ধাপে ধাপে বাড়িয়ে ১৬ জুলাই পর্যন্ত করা হয়েছে। এর মধ্যেই আবার ১ জুলাই থেকে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

নালিতাবাড়ি সীমান্তে বন্যহাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের

স্নাতক পাসেই সেলস ম্যানেজার নেবে ওয়ালটন

সিলেটে রাহাত হত্যা: প্রধান আসামি ছাত্রলীগ কর্মী সাদি গ্রেফতার

বাল্যবিবাহ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে আইনের কঠোর প্রয়োগ করা হবে : প্রতিমন্ত্রী ইন্দিরা

১৩ দিনে শেষ হতে পারে এসএসসি পরীক্ষা

বেজা’র ওয়ান-স্টপ সার্ভিস সেন্টারে ব্র্যাক ব্যাংকের ফ্রন্ট ডেস্ক চালু

দ্বিতীয় দফায় ৬১ পৌরসভায় ভোট ১৬ জানুয়ারি

দ্বিতীয় দফায় ৬১ পৌরসভায় ভোট ১৬ জানুয়ারি

গোপালগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

মুঘল ঐতিহ্যে মোড়া জনপ্রিয় “আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্ট” এর সুপরিসর নতুন ভবনের উদ্বোধন

কর্মক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ দূর করতে গ্রামীণফোনের অঙ্গীকার

ব্রেকিং নিউজ :