নিজস্ব প্রতিবেদক : দেশে ফিরেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি। আজ দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজ এর একটি বিমানে প্রায় ৮ মাস চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে আজ দেশে ফিরেছেন তিনি।
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ-কে স্বাগত জানাতে হাজার হাজার নেতা-কর্মী সকাল থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তাঁর সাথে ছিলেন বেগম রওশন এরশাদ এমপির ছেলে রাহগির আল মাহি শাদ এরশাদ সহ পরিবারের সদস্যবৃন্দ।
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, এডভোকেট কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, ফখরুল ইমাম এমপি, মসিউর রহমান রহমান রাঙ্গা এমপি, সুনীল শুভ রায়, মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, লেঃ জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, নাসরিন জাহান রতনা এমপি, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, মোঃ জহিরুল ইসলাম জহির, উপদেষ্টা রওশন আরা মান্নান এমপি, শেরীফা কাদের এমপি, নুরুল ইসলাম তালুকদার এমপি, পনির আহমেদ এমপি, আমানত হোসেন আমানত, ডা. কে আর ইসলাম, ডা. রুস্তম আলী ফরাজী এমপি, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, ইয়াহ্ ইয়া চৌধুরী, এইচ এম শাহরিয়ার আসিফ, জসীম উদ্দিন ভূঁইয়া, যুগ্ম মহাসচিব আশিক আহমেদ, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম।