নিজস্ব প্রতিবেদক : দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি।
আজ এক শোক বার্তায় ভূমি মন্ত্রী জানান, “সম্পাদনা ও সাংবাদিকতায় আতিকউল্লাহ খান মাসুদের নীতি ও আদর্শ অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশ একজন বরেণ্য সম্পাদককে হারালো”।
মন্ত্রী শোক বার্তায় মরহুমের বিদেহ আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।