সংবাদদাতা, রাজবাড়ি: ঘন কুয়াশার কারণে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) সকাল সোয়া ৮টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।
তবে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় তেমন যানবাহনের সারি সৃষ্টি হয়নি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, সোমবার ভোর থেকে থেকেই কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া প্রান্তে ফেরি বন্ধ রাখা হয় ৬ টা ১০ থেকে। কুয়াশার ঘনত্ব কমে এলে আবার ৮ টা ৪৫ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।