সংবাদদাতা, টাঙ্গাইল: টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাক ও পিকাপভ্যানের মুখোমুখি সংর্ঘষে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- পিকআপ ভ্যানের চালক ও হেলপার। চালক হলেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চর আদ্রা গ্রামের মফিজ মিয়ার ছেলে সুজন। নিহত হেলপারের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
ধনবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, আজ শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে জামালপুরের দিক থেকে ছেড়ে আসা ইট বোঝাই ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। ধনবাড়ীর কয়াপাড়া নামক স্থানে পৌঁছালে ধনবাড়ীগামী একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পিকাপভ্যানের চালক ও হেলপারকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চালক ও হেলপারের মৃত্যু হয়। এসময় ট্রাকের চালক বা হেলপার কাউকে পাওয়া যায়নি। তারা পালিয়ে যান বলে ধারণা করা হচ্ছে।