বাহিরের দেশ ডেস্ক: ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেছিলেন ৫৫ বছর বয়সী ত্রিলোকচাঁদ। তাকে মোটরসাইকেলে উঠিয়ে নদীর পাশে নিয়ে যান মেয়ের বাবা ও মামা। এরপর মাছ কাটার ছুরি দিয়ে তাকে মেরে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেন তারা। হত্যার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ও হত্যাকারীরা সম্পর্কে আত্মীয় হন। ভারতের মধ্যপ্রদেশের খান্দোয়া জেলায় ঘটেছে এই ঘটনা। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে এনডিটিভি।
ত্রিলোকচাঁদের শরীর আজনাল নদীতে ভাসছিল। পুলিশ পরিদর্শক বিবেক সিং জানান, নদীতে মরদেহ ভাসার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তার পরিচয় প্রকাশ্যে আসে। তার বাড়ি শক্তপুর গ্রামে।
পুলিশের সাব ডিভিশনাল কর্মকর্তা রাকেশ পেন্দ্রো জানান, মাছ কাটার ছুরি দিয়ে মেয়ের বাবা ও মামা ওই ব্যক্তির শিরশ্ছেদ করেন। এরপর শরীরকে টুকরো টুকরো করেন।