নওগাঁ প্রতিনিধি
নওগার ধামইরহাটে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ২১ আগস্ট বিকেল সাড়ে ৪ টায় টিএন্ডটি মোড়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ দেলদার হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক প্রাক্তন অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় গ্রেনেড হামলায় জড়িতদের ফাঁসির দাবীতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা যুবলীগ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, পৌর আওয়ামীলীগ সম্পাদক কাউন্সিলর মুক্তাদিরুল হক, উমার ইউনিয়ন আ’লীগের সাবেক সম্পাদক শাহজাহান আলী, জাতীয় শ্রমিকলীগের সভাপতি সহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবুবুর রহমান সাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান, কাউন্সিলর মাহবুব আলম বাপ্পি, পৌর ছাত্রলীগ সম্পাদক আনন্দ কুমার শীল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক খাজা ময়েন উদ্দিন, বন ও পরিবেশ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহিরুল ইসলাম, ইউনিয়ন আ’লীগ সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, যুবলীগ সহ সভাপতি সেলিম মাহমুদ রাজু, জাতীয় শ্রমিকলীগ সম্পাদক আনোয়ার হোসেন আনাজি, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক রাজু আহমেদ, কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ দেওয়ান, সম্পাদক জহুরুল ইসলাম, প্যানেল মেয়র কাউন্সির মেহেদি হাসান, কাউন্সিলর একরামুল হক, কাউন্সিলর আলতাব হোসেন, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সুমন হোসেন, উপজেলা ছাত্রলীগ সম্পাদক আহসান হাবীব পান্নু, সাবেক ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান, সাবেক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম প্রমুখ।
বক্তাগণ গ্রেনেড হামলা মামলার অন্যতম আসামী তারেক রহমানকে দেশে এনে শাস্তি কার্যকর সহ হামলায় জড়িত সকলের ফাঁসির দাবী জানান।