নওগাঁ প্রতিনিধি : আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নওগাঁয় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকারসপ্তাহ ২০২২ শেষ হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমি নওগাঁ জেলা শাখা মঙ্গলবার বিয়াম ল্যাবরেটরী স্কুল চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জাহেদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা ইউনিট কমান্ডের সাবেককমান্ডার গোলাম সাদানী, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি ও জেলা শিশু একাডেমির কার্যকারি পরিষদের সদস্য মো: কায়েস উদ্দিন এবং বেসরকারী উন্নয়ন সংস্থা রানি’র প্রধান নির্বাহী ফজলুল হক খান।
অনুষ্ঠানে এ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সব শেষে শিশু একাডেমির শিক্ষার্থীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।