নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর, পল্লবী, যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাড়ে ৬৬ লাখ টাকার চোরাই মোবাইলসহ চোরচক্রের ২০ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৩ এর আভিযানিক দল।
গ্রেপ্তারকৃতরা হলেন, আব্দুল রাজ্জাক (৬০), মোঃ হাদীদ ইকবাল (৩৫), মোঃ মাসুদ (২৮), মোঃ রাশেদ ঢালী (৩১), মোঃ ইব্রাহীম (৩২),আরিফুর হোসেন (১৯), জাকির তালুকদার (৩৫), মোঃ জুয়েল (৩০), মোঃ রাসেল (২৯), মোঃ নজরুল ইসলাম (৩৯), মোঃ বিল্লাল হোসেন (৩০), মোঃ ফেরদৌস রায়হান সাগর (২৪),মোঃ সুলতান খান (২০), মোঃ সাব্বির (২০), মোঃ আসলাম (৫০) উজ্জল (২৫) মোঃ বাচ্চু ঢালি (৩২) মোঃ সুজন (২৭), মোঃ সফিকুল ইসলাম (৩৫) ও মোঃ জহির (২৬)।
র্যাব-৩ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর, পল্লবী, যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় পৃথক সাড়াঁশি অভিযান চালিয়ে মোবাইল চোরচক্রের ২০ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এসময় ৬৬৪টি মোবাইলফোন, ৩০৬টি মোবাইলের ব্যাটারী এবং নগদ ১০ হাজার ২৭০ টাকা উদ্ধার জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর, পল্লবী, যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় ৫টি মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।