নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নজরুল সংগীতশিল্পী সংস্থার সভাপতি জোসেফ কমল রড্রিক্স এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।
প্রতিমন্ত্রী রোববার এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, জোসেফ কমল রড্রিক্স ছিলেন একজন বহুমাত্রিক শিল্পী। তিনি তাঁর সৃজনশীলতা ও শিল্পীসত্তার মধ্য দিয়ে সংগীতপ্রেমীদের মাঝে চিরজাগরুক হয়ে থাকবেন।
উল্লেখ্য, বরেণ্য নজরুল সংগীতশিল্পী জোসেফ কমল রড্রিক্স (৬৮) রোববার বিকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।