বাঙলা প্রতিদিন প্রতিবেদক : নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ডিবেটিং ক্লাব কর্তৃক ১৪ মে দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অডিটোরিয়ামে “ডিবেট ফেস্ট-২০২৪” অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক স্পিকার, অভিনয় শিল্পী, আইনজীবী, সমাজসেবী এবং সফল উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌস পিয়া।
এছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. ফাদার
চার্লস বি, গডন, সিএসসি, ট্রেজারার ড. ফাদার আদম এস, পেরেরা, সিএসসি,
রেজিস্ট্রার ড. ফাদার লেনার্ড শংকর রোজারিও, সিএসসি, ক্লাব কো-অর্ডিনেটর
সিস্টার সাগরিকা মারীয়া গমেজ, সিএসসি, অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ,
শিক্ষকমণ্ডলী, স্টাফ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দ আসন অলংকৃত করেন এবং তাঁদের ফুলেল শুভেচ্ছা
জ্ঞাপন করা হয়। স্বাগত বক্তব্যে ফাদার চার্লস বি, গডন, সিএসসি বাক স্বাধীনতার
গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এরপর ট্রেজারার, ড. ফাদার আদম এস, পেরেরা,
সিএসসি বলেন, নটর ডেম কলেজ থেকেই বাংলাদেশে বিতর্কের জন্ম হয়েছে। নটর ডেম
কলেজের ৬ষ্ঠ অধ্যক্ষ ফাদার রিচার্ড ডব্লিউ টিম, সিএসসির হাত ধরে বাংলাদেশে
প্রথম বিতর্ক প্রতিযোগিতার শুরু হয়েছিল। এর ধারাবাহিকতা আজও সারাদেশে চলমান।
শিক্ষার্থীরা যাতে কোন বিষয়ে সূক্ষ ভাবে জ্ঞান লাভ ও বিশ্লেষণ করতে পারে সে
লক্ষ্যেই বিতর্ক প্রতিযোগিতার সূচনা হয়েছিল।
রেজিস্ট্রার, ড. ফাদার লেনার্ড শংকর রোজারিও, সিএসসি বলেন, একজন বিতার্কিকের
প্রথম বৈশিষ্ট্য হলো যোগাযোগের সক্ষমতা। এই সক্ষমতা ছাড়া একজন বিতার্কিত
সফল হতে পারে না। এরপর তমা চৌধুরী তুলি, জিহাদ আল মেহেদী ও চন্দ্রিকা ম-ল
বারোয়ারি বিতর্কে অংশগ্রহণ করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের চার বিভাগ থেকে `নটর
ডেমে আমরাই সেরা’ শীর্ষক রম্য বিতর্কে চারজন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল জান্নাতুল ফেরদৌস পিয়ার এক্সক্লুসিভ
ইন্টারভিউ। উক্ত সাক্ষাৎকার অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের কিভাবে গড়ে উঠতে হবে
সে সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, প্রত্যেক আইন
বিভাগের শিক্ষার্থীর ব্যারিস্টারি পড়ার একটা স্বপ্ন থাকে। তবে ব্যারিস্টারি পড়ার
পর অনেকে ক্যারিয়ারে সফল হতে না পেরে হতাশায় ভোগেন। কারণ ব্যরিস্টারি পড়াশুনা
অনেক ব্যয় সাপেক্ষ ব্যাপার। তাই নিজেকে আগে যোগ্য করে ও নিজ খরচে
ব্যারিস্টারি অধ্যয়নের পরামর্শ প্রদান করেন। এ ছাড়াও সাক্ষাৎকারে তিনি তাঁর
ব্যক্তিগত জীবনের অনেক অভিজ্ঞতা সহভাগিতা করেন।
ডিবেটিং ক্লাবে অনবদ্য অবদানের জন্য ক্লাবের তৃতীয় কার্যকরী পরিষদের সদস্য-
সদস্যাদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। সব শেষে ক্লাব মডারেটর সকলকে
ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ডিবেটিং ক্লাব প্রতিবছর বিভিন্ন
ধরনের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এর মধ্যে আন্তঃবিশ্ববিদ্যালয়,
রম্য বিতর্ক, বারোয়ারি বিতর্ক ও পার্লামেন্টারি বিতর্ক উল্লেখযোগ্য। দেশের
প্রতিটি জায়গায় যুক্তিভিত্তিক চিন্তা-চেতনা পৌঁছে দেওয়াই এবারের ‘ডিবেট ফেস্ট-
২০২৪’ আয়োজনের মূল লক্ষ্য।