ভারত থেকে মনোয়ার ইমাম: সাবধানে বিশ্ববাসী, পৃথিবীর দিকে ধেয়ে আসছে দৈত্যাকার গ্রহাণু।
হ্যাঁ পৃথিবীর সেরা বিজ্ঞানীদের সংস্থা নাসা জানিয়েছে, আগামী ২২ ফেব্রুয়ারি পৃথিবীর খুব কাছ থেকে চলে যাবে। দৈত্যাকার গ্রহাণু statue oflibary, অর্থাৎ 2020* us Asteroid202006 এই গ্রহাণুটি প্রতি ঘণ্টায় ৩০ হাজার ২৫০ কিলোমিটার বেগে দৌড়াচ্ছে। এটি এক ঘন্টায় পুরো পৃথিবী ঘুরে নিতে পারে।
তবে পৃথিবীর বাসিন্দাদের ভয়ের কিছু নাই। এটি পৃথিবীর কাছ থেকে গেলেও পৃথিবীর উপর আছড়ে পড়ছে না।
পৃথিবীর চারপাশে প্রায় ১৮০০০,মতো গ্রহাণু ঘুরে বেড়ায়।তার মধ্যে প্রায় ১৮০০ গ্রহাণু ভয়ঙ্কর বলে নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন। তবে এই উল্কা ও গ্রহাণু খালি চোখে দেখা যাবে না। এই গ্রহাণুরটির নাম দিয়েছে ট্যাচু অফ লিব্রাটি।