300X70
সোমবার , ৩ জানুয়ারি ২০২২ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

নতুন বছরে হামদর্দের শুভেচ্ছা বিনিময় ও মিউজিয়াম উদ্বোধন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ৩, ২০২২ ৩:১০ পূর্বাহ্ণ

অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ইংরেজি নতুন বছর ২০২২ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও হামদর্দ মিউজিয়ামের উদ্বোধন করেছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ।

শনিবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর বাংলামটরে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, সাবেক সচিব কাজী গোলাম রহমান।

কাজী গোলাম রহমান তাঁর বক্তব্যে বলেন, নতুন বছরে নতুন উদ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে। হামদর্দের সেবা থেকে দেশের একজন মানুষও যেন বঞ্চিত না হন, সেদিকে খেয়াল রাখতে সবার প্রতি আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক; হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।

এ সময় ড. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, স্থির লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে পারলে হামদর্দের অবস্থান আরো উচ্চকিত হবে। হামদর্দ

বাংলাদেশ গতানুগতিক কোনো প্রতিষ্ঠান নয় উল্লেখ করে ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, ওয়াক্ফ বা আল্লাহ’র প্রতিষ্ঠান হওয়ায় হামদর্দের লাভের একটি বড় অংশ ব্যয় হয় মানবকল্যাণে। সুতরাং হামদর্দের পণ্য ক্রয় করে যে কেউ অংশীদার হতে পারেন মানবসেবায়।

এ সময় আধুনিক হামদর্দ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া হামদর্দ মিউজিয়ামে চারটি স্মৃতিচিহ্ন আনুষ্ঠানিকভাবে প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন হামদর্দ বাংলাদেশের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও মোতাওয়াল্লী হাকীম মো. জামাল উদ্দিন রাসেল, সিনিয়র পরিচালক অর্থ ও হিসাব মো. আনিসুল হক, পরিচালক প্রশাসন অধ্যাপক হাকীম শিরি ফরহাদ, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ অবসরপ্রাপ্ত লে. কর্নেল মাহবুবুল আলম চৌধুরী, পরিচালক প্রটোকল এ্যান্ড লিগ্যাল এ্যাফেয়ার্স অবসরপ্রাপ্ত মেজর ইকবাল মাহমুদ চৌধুরী, পরিচালক মানব সম্পদ উন্নয়ন ডা. হাকীম নার্গিস মার্জান, পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলাম।

অনুষ্ঠান উপস্থাপনা করেন ভারপ্রাপ্ত পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক।

হামদর্দ ফাউন্ডেশনের সহকারি পরিচালক হাকীম আবু ইউছুফ আব্দুল হকের দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। পরে হামদর্দের নিজস্ব কার্যালয়ে হামদর্দ মিউজিয়ামের একটি লাউঞ্জ উদ্বোধন করা হয় । ভবিষ্যতে মিউজিয়ামটি মুন্সীগঞ্জের গজারিয়ায় অবস্থিত হামদর্দ বিজ্ঞান নগরে স্থানান্তর করা হবে ।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :