নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন।
মঙ্গলবার (৩রা জানুয়ারি) তাকে এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। মো. মাহবুব হোসেন ২৪তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেলেন। এদিকে চাকরির মেয়াদ শেষ হওয়ায় বর্তমান মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে অবসরে পাঠানো হয়েছে।
এর আগে গত ১১ই ডিসেম্বর ২৩তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কবির বিন আনোয়ারকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি মোহাম্মদ খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছিলেন।
সিনিয়র সচিব কবির বিন আনোয়ারের অবসরে যাওয়ার সময় নির্ধারিত ছিল ২০২৩ সালের ৩ জানুয়ারি। তাঁকে মন্ত্রিপরিষদসচিব পদে নিয়োগ দেওয়া হলে ১৯ দিন পরই অবসর নিতে হলো। এরপর তাকে এ পদে রাখতে হলে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে হবে। সরকার গত প্রায় এক বছর গুরুত্বপূর্ণ কোনো পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়নি। মন্ত্রিপরিষদসচিব পদ আলোচনায় থাকায় বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তারা নীতিগতভাবে চুক্তিভিত্তিক নিয়োগের বিপক্ষে। কারণ তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলে অষ্টম ব্যাচের আর কোনো কর্মকর্তা মন্ত্রিপরিষদ সচিব হতে পারবেন না।
এই ব্যাচের জ্যেষ্ঠ কর্মকর্তারা আগামী ছয় মাসের মধ্যে অবসরে চলে যাবেন। ১০তম ও ১১তম ব্যাচের কর্মকর্তাদের মধ্যেও চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে অনীহা আছে।