মেহেরপুর প্রতিনিধি : পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার নদী ভাঙ্গন রোধে কাজ করে যাচ্ছে ।
ভৈরব নদ খননের ফলে এই এলাকার বাড়বে ফসলের উৎপাদন ও মাছের উৎপাদন। মানুষের অর্থনৈতিতে স্বচ্ছলা ফিরে আসবে। জীব বৈচিত্র রক্ষার্থে সবাইকে নদী এবং এর পানির প্রতি যত্মবান হতে হবে। নদী বা পানি দূষনরোধে সবার সচেতনতাই যথেষ্ট।
আজ (বৃহস্পতিবার) জেলার মুজিবনগর উপজেলার যতারপুর সরকার প্রাথমিক বিদ্যালয় মাঠে ভৈরব নদ খনন প্রকল্প (২য় পর্যায়) আওতায় ভৈরব নদ পুন:খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন; আমাদের বাংলাদেশে পানির সমস্যা দেখা দিয়েছে। পানির স্তর নিচে নেমে যাচ্ছে। তার পরেও আমরা ডেল্টা প্লানের মাধ্যমে ৬৪ জেলায় খাল খননের আওয়াতায় আনা হয়েছে। ৫১৭টি ছোট নদী ও খাল খনন করা হচ্ছে। এর ফলে পানির স্তর উপরে উঠে আসছে। প্রথম পর্যায়ের কাজ ডিসেম্বরে শেষ হবে। সারা দেশে নদী ভাঙন এলাকা চিহিৃত করে অগ্রাধিকার ভিত্তিতে তা রোধ করার লক্ষে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
ভৈরব নদ খননে ৩২৮ কোটি টাকা ব্যয়ে নদের নাব্যতা ফিরিয়ে এন এলাকার প্রানচাঞ্চল্য ফিরিয়ে আনতে কাজ করছে মন্ত্রণালয়। ভবিষতে নদী ভাঙ্গনের কারণে আর কাউকে নি:স্ব হতে হবে না। এব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী যথেস্ট আন্তরিক । আরো ৩ হাজার ছোট নদী ও খাল খনন করা হবে যেটি বাস্তবায়ন হলে নদীর নব্যতা ফিরে আসবে বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
প্রতিমন্ত্রী বলেন; নদীর পাড়ের অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করা হবে। এছাড়া নদীর সীমানা নির্ধারণ অনেক সময় সাপেক্ষ ব্যাপার। নদী এবং এর তীরে অবৈধ্য দখল উচ্ছেদ করা হবে।
এর আগে সকাল হেলিকপ্টার যোগে তিনি মুজিবনগরে অবতরণ করেন। সেখানে শহীদ স্মৃতি সৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(উন্নয়ন) জনাব মিজানুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের মহা-পরিচালক ফজলুল রশিদ, জেলা প্রশাসক ড. মনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারি ও এলাকাবাসী।