প্রতিনিধি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ):
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বিয়ের মাত্র ৮ দিনেই যৌতুকের জন্য নির্যাতনের স্বীকার হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এক নববধূ। গতকাল বুধবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা আঠারবাড়ী ইউনিয়নের তেলুয়ারী গ্রামে এ ঘটনাটি ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভােগী নববধূ জানান, উপজেলা আঠারবাড়ী ইউনিয়নের তেলুয়ারী গ্রামের আলী আকবরের পুত্র শফিকুল ইসলামের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে ১৭ আগস্ট ৩ লাখ টাকা দেনমােহরে তাদের বিয়ে হয়। বিয়ের ৪ দিন পর গৃহবধূ স্বামীর বাড়ি থেকে সরিষা ইউনিয়নের এনায়েতনগরে তার বাবার বাড়ি বেড়াতে আসেন।
তিনি আরও জানান, বুধবার (২৫ আগস্ট) দুপুরে বােনকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি গেলে স্বামীর বড়বােন তহুরা, কুলসুম ও চাচাতাে ভাই শহিদ মিয়া ঘরে উঠতে বাধা দেন। তারা জানান ৫ লাখ টাকা নিয়ে এসে বাড়িতে উঠতে হবে।
বিষয়টি নিয়ে কথাকাটাকাটি হলে গৃহবধূকে পিটিয়ে গুরুতর আহত করে বাড়ির সামনে ফেলে রাখে। পরে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ তাকে উদ্ধার করে। বর্তমানে সে ঈশ্বরগঞ্জ হাসপাতালে ভর্তি রয়েছে।
এ বিষয়ে আঠারবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রফিক জানান, আহত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে পাঠানাে হয়েছে।