নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন পানালিয়া এলাকায় গত রোববার (১০ এপ্রিল) বিকালে র্যাব- ১০ এর একটি আভিযানিক দল একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৬ লক্ষ টাকা মূল্যের ৫২,৩৫৩ পিছ পিস বিভিন্ন প্রকার আতশবাজি ও ৬২.৫ কেজি আতশবাজি (বিস্ফোরক) তৈরীর বিভিন্ন সামগ্রীসহ রাশেদ (৩৫) ও লিপি আক্তার (২৭) নামে ২ জন ব্যক্তিকে গ্রেফতার করে।
এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। এসময় তাদের নিকট থেকে ০২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ নবাবগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আতশবাজি সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।