নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : নয়াপল্টনে সংঘর্ষের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে আদালতে তুলে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুই নেতাকে কারাগারে আটক রাখার আবেদন জানান তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম।
অন্যদিকে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম জামিন আবেদন নামঞ্জুর করে দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গত বৃহস্পতিবার গভীর রাতে তাদের বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এরআগে আজ শুক্রবার দুপুরে ডিবি প্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, ‘আমরা দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য এনেছিলাম। জিজ্ঞাসাবাদ শেষে গত ৮ তারিখে পল্টন থানায় যে মামলা হয়েছে, সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।’ দেশের বিভিন্ন শহরে সমাবেশের ধারাবাহিকতায় আজ শনিবার ঢাকায় সমাবেশ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। কিন্তু এই সমাবেশের আয়োজনস্থল নিয়ে শনিবার বিকেল পর্যন্তও অনিশ্চয়তা ছিল।
বিএনপি প্রথমে এই সমাবেশ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় করতে চাইলেও তাদের সোহরাওয়ার্দী উদ্যান নির্দিষ্ট করে দেয় সরকার। কিন্তু বিএনপি সেখানে সমাবেশ করতে রাজি না হয়ে বিকল্প প্রস্তাব দিতে বলে পুলিশকে। এর মধ্যে আলোচনায় আসে আরামবাগ মাঠ, কমলাপুর স্টেডিয়াম ও মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠ।
এর মধ্যে গত বুধবার বিএনপির নেতা-কর্মীরা নয়াপল্টনে অবস্থান নিলে পুলিশ তাদের সরিয়ে দিতে উদ্যোগী হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে একজন নিহত ও শতাধিক আহত হন। ওই ঘটনার পর পুলিশ বাদী হয়ে চারটি মামলা করে। এরপর বৃহস্পতিবার রাতে ফখরুল-আব্বাসকে গ্রেপ্তার করে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী।