প্রতিনিধি, নরসিংদী
নরসিংদীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্য কে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক মোঃ আবুল বাশার।
তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে চোর চক্রের পাঁচ সদস্য কে গ্রেফতার করেন এবং চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেন।
আজ সোমবার (২৩ আগস্ট) নরসিংদী জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর।
প্রেস ব্রিফিংয়ে বলেন-নরসিংদী জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে গত রবিবার (২২ আগস্ট) রাতে নরসিংদী মডেল থানাধীন সাহেপ্রতাব মোড়ে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে শালিধা নতুন বাসস্ট্যান্ডে কতিপয় চোরেরা দুইটি মোটরসাইকেল নিয়ে ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করে।
ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে (৫/৬) জন মোটরসাইকেল দুইটি নিয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয়দের সহায়তায় চারজন কে গ্রেফতার করা হয়। এছাড়াও গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্যমতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন কালিপুর স্বপ্নপুরি কফি হাউজের সামনে থেকে আরো একজন কে গ্রেফতার করা হয়।
আসামিদের বিরুদ্ধে নরসিংদী জেলার থানাসহ অন্যান্য থানাতেও একাধিক চুরি, ডাকাতিসহ মাদক মামলা রয়েছে। গতকালের ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে আল রাব্বি (২৫), তাপস মিয়া (২১), মোঃ সোলমান(৩৫), মোঃ শহিদ মিয়া(৪০) ও মোঃ হিসামুর রহমান (২৬)।