কলকাতা থেকে মনোয়ার ইমাম:জয় শ্রীরামে তিব্র প্রতিবাদ মমতার। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল মাঠে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মশতবর্ষ উপলক্ষে একটি সরকারি অনুষ্ঠান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে কিছু দর্শক আসন থেকে জয় শ্রীরাম ধ্বনি দেওয়াতে মঞ্চ এ উঠে তার তিব্র প্রতিবাদ করেছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথা সরকারি অনুষ্ঠানকে রাজনৈতিক দলের যায়গা করে ফেলা উচিত নয়।
তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্য বলেন আপনি কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী। তাহলে আপনার সামনে কেমন করে এই সব চলে। আর আপনি চুপ করে বসে আছেন।এর প্রতিবাদ হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন শুধু প্রতিবাদ করেননি। একপ্রকার ভৎসনা করেছেন।তার দাবি এমন মহান ব্যক্তি ব জন্মদিন যদি রাম ভক্ত রা এসব করে। তাহলে অন্যান্য যায়গায় এরা কি আচারন করেন তা কারো বুঝতে বাকি নেই। তিনি ক্ষনিকের জন্য বক্তব্য রাখেন। এবং জয় হিন্দ ও বন্দেমাতরম বলে শেষ করে সভা কেন্দ্র থেকে বেরিয়ে আসেন।