সংবাদদাতা, নাটোর : নাটোরের সিংড়ার বামিহাল গ্রামে আধিপত্য নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ ভোরে ফরিদ গ্রুপের মোঃ রুহুল আমিন (৪৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত রুহুল আমিন বামিহাল দশোপাড়া মৃত শাহজাহান আলীর পুত্র। এর আগে গত রাতে মারা যান আওয়ামী লীগ নেতা আফতাব। এনিয়ে এই সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ২ জনে। আহত ৩ জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধান রয়েছেন। এছাড়া এ ঘটনার পর বাড়িঘর ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।
রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, আহত রুহুল আমিন রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা গেছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিংড়ায় সুকাশ ইউনিয়নের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল ইসলামের সমর্থকদের সঙ্গে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরাজিত ইউপি সদস্য প্রার্থী আফতাব আলী এবং তার সমর্থকদের সংঘর্ষ হয়। এতে আফতাব বাহিনী প্রধান আফতাব, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালামসহ ৫ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাত সাড়ে ৯টার দিকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আফতাবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ফরিদ গ্রুপের মুসা ও রুহুলের বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং মারপিট করা হয়।
সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেয়ার পথেই আফতাবের মৃত্যু হয়।
এদিকে আজ ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরিদ মেম্বার গ্রুপের রুহুল মারা যান।
নাটোরের পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, দুই গ্রুপের আধিপত্য নিয়ে সংঘর্ষ। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সকালে তা ময়নাতদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এদিকে সিংড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জামিল আক্তার বলেন, রুহুল আমিনের মৃত্যুর বিষয়টি তারা শুনেছেন। তবে রাজপাড়া থানা থেকে তাদের বিষয়টি জানানো হয়নি।
সিংড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিল আকতার বলেন, ঘটনার পর বামিহাল এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এই ঘটনায় কোনো পক্ষ এখন পর্যন্ত থানায় অভিযোগ দেয়নি।