অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : নাটোরে জনতা ব্যাংক লিমিটেড-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সমাজের সুবিধা বঞ্চিত অসহায় দরিদ্র মানুষের মাঝে উপহার হিসেবে উন্নত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।
গত সোমবার (২৭ মার্চ) শহরের বড় হরিশপুর এলাকায় জনতা ব্যাংক লিমিটেড, বিভাগীয় কার্যালয়, রাজশাহীর মহাব্যবস্থাপক মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে উন্নত খাদ্য সামগ্রী বিতরন করা হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালক, সাবেক অতিরিক্ত সচিব অজিত কুমার পাল, এফসিএ ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড, নাটোর এরিয়ার উপ-মহাব্যবস্থাপক মোঃ সফিকুর রহমান, সহকারী-মহাব্যবস্থাপক মোঃ আব্দুল হালিম এবং সুজিত কুমার বিশ্বাস।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জনতা ব্যাংক লিমিটেড, নাটোর এরিয়ার সর্বস্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ । অনুষ্ঠানে ৪০০ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে উন্নত খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।