নাটোর প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পক্ষ থেকে নাটোর সদর হাসপাতাল কর্তৃপক্ষকে পাঁচটি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব চিকিৎসা সহায়তা সামগ্রী রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীরের সহায়তায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসমাইল হোসেন প্রতিটি সাত লিটার ধারণ ক্ষমতার এসব অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর করেন জেলা প্রশাসক শামীম আহমেদ’র হাতে।
এসময় নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মহাব্যবস্থাপক মোঃ কামিল বুরহান ফিরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নাটোর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শেখ মোঃ রেজাউল ইসলাম, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
কোভিড-১৯ চিকিৎসায় জেলার একমাত্র কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল হিসেবে নাটোর সদর হাসপাতাল করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে। বর্তমানে এই হাসপাতালে বিদ্যমান ১৫টি অক্সিজেন কনসেনট্রেটর এর সাথে আজ প্রদত্ত পাঁচটি অক্সিজেন কনসেনট্রেটর সংযুক্ত হয়ে চিকিৎসা সেবার পরিধি বাড়লো। এছাড়া হাসপাতালটিতে মোট ৩৬২টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে।