লিটন ঘোষ জয়, মাগুরা :নানা কর্মসূচির মধ্য দিয়ে মাগুরা মুক্ত দিবস পালিত হয়েছে। মাগুরা জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ এ আয়োজন করে। ১৯৭১ সালের এই দিনে মাগুরা পাক হানাদার মুক্ত হয়।
এ উপলক্ষে আজ বুধবার (০৭ ডিসেম্বর) সকাল ১১ টায় স্থানীয় নোমানী ময়দানে শহীদ স্মৃতিতে পুষ্পস্তবক প্রদান করে শহীদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, মাগুরা পুলিশ সুপার
পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, সিভিল সার্জন ডা.শহীদুল্লাহ্ দেওয়ান, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ. ফ. ম.আব্দুল ফাত্তাহ, মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এস এম আব্দুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনসমূহ।
পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালিতে নেতৃত্ব দেন মাগুরা জেলা প্রশাসক প্রশাসক ড. আশরাফুল আলম।
এছাড়াও সন্ধ্যার সময় শহরের বিভিন্ন বাড়িতে ও অফিসগুলোতে মোমবাতি প্রজ্জলন করা হবে এবং বীর কথন নামে মুক্তিযুদ্ধ ভিত্তিক মোড়াক উন্মোচন করা হবে।