আরএন শ্যামা, নান্দাইল:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নের অরন্যপাশা গ্রামের মৃত ফজলুর রহমানের পুত্র পঙ্গু মো:রুবেল মিয়া (৪২) বিনামূলে করোনার টিকা গ্রহন করে আবেগে আল্পুত হয়ে নান্দাইল প্রেসক্লাবে উপস্থিত হয়ে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। ২৫ আগস্ট নান্দাইল হাসপাতাল থেকে প্রথম ডোজ গ্রহন করে ২৬ আগস্ট নান্দাইল প্রেসক্লাবে উপস্থিত হয়ে এই অভিনন্দন জানান। ৩ মেয়ে ১ ছেলে সন্তানের জনক পঙ্গু রুবেল মা আনোয়ার বেগমকে সাথে নিয়ে সংসার পরিচালনা করছেন ।
ইতি মধ্যে পঙ্গু রুবেল মাননীয় প্রধান মন্ত্রীর দপ্তরে থেকে নান্দাইলের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনের সহযোগিতায় ২ বারে ৩ লক্ষ টাকা অনুদান সহযোগিতা পেয়েছেন। প্রথম দফা ১ লাখ, ২ দফা ২ লাখ টাকা পেয়ে এখন নান্দাইল চৌরাস্তায় দোকান চালু করে ব্যবসা করে পরিবার পরিজন নিয়ে দিন যাপন করে যাচ্ছেন।
রুবেল আক্ষেভ করে বলেন, ছোট বেলায় যদি আমার মা/বাবা আমাকে টিকা দেওয়াতে পারতেন তবে হয়ত তার শিশুকালে পঙ্গত্ব বরণ করতে হত না। পঙ্গু রুবেল মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘ জীবন কামনা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আর একবার যদি তাকে আর কিছু অনুদান/আর্থিক সহযোগিতা প্রদান করেন তবে পরিবার পরিজন নিয়ে বাকী জীবন সুখে শান্তিতে বসবাস করতে পারবেন।