300X70
সোমবার , ২৭ জুন ২০২২ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

নান্দাইলে আহত কলেজ ছাত্রের ৮ দিন পর মৃত্যু, গ্রেফতার ১

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ২৭, ২০২২ ১২:১৮ পূর্বাহ্ণ

আর.এন শ্যামা, নান্দাইল : ময়মনসিংহের নান্দাইলের আশরাফুল ইসলাম (২০) নামে এক কলেজ ছাত্র শনিবার (২৫ শে জুন) দিবাগত রাত দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে। এ ঘটনায় রুবেল মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।

আশরাফুল ইসলাম নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের অরণ্যপাশা গ্রামের মনজু মিয়ার পুত্র। গত শনিবার (১৮ই জুন) বাড়ির সামনে মাছ ধরার ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের দায়ের কুপে মাথায় ও মুখে গুরুতর আহত হয়। পরে তাকে ক্ষতবিক্ষত অবস্থায় ঢাকায় পাঠানো হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ দিন পর তার মৃত্যু ঘটে।

জানা গেছে, আশরাফুলের চাচা নবী মিয়ার ছেলে সুজন (৩৫) ও তার পরিবারের লোকজন একটি তুচ্ছ ঘটনার জেরে তাঁর উপর হামলা চালায়। এতে আহত আশরাফুল ইসলাম ও তার ছোট ভাই মাসুদও গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। জানাগেছে, ঘটনার দিন বিকেলে বাড়ির কাছের জলাশয়ে মাছ ধরা নিয়ে আশরাফুলের ছোট ভাই মাসুদের সাথে হাতাহাতি হয় নবী মিয়ার ছোট ছেলে জুনায়েদের সাথে। তা নিয়ে উভয় পক্ষের বাগবিতণ্ডার এক পর্যায়ে নবী মিয়ার ছেলেরা লাঠিসোঁটা ও ঘরে থাকা দা নিয়ে হামলা চালায় আশরাফুলদের উপর।

তখন নবী মিয়ার ছেলে সুজন তার হাতে থাকা দা দিয়ে আশরাফুলের মাথায় উপর্যুপরি কোপায় ও শাবল দিয়ে তার দাতগুলো ভেঙ্গে দেয়। অপরদিকে ঘটনাস্থলে থাকা নবী মিয়ার ছেলে রুবেল (২৮) তার হাতের দা দিয়ে মাসুদকে কোপায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আশরাফুল ও মাসুদকে উদ্ধার করে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য আশরাফুলকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর অস্ত্রোপচারের মাধ্যমে মাথা থেকে আশরাফুলের খুলি আলাদা করে ব্যান্ডেজ করা হয়। আলাদা করা খুলি সংরক্ষণ করা হয় সাভারের একটি ল্যাবরেটরিতে। তার মাথায় ৪৪টার মত সেলাই দেওয়া হয়েছিল। ২৩শে জুন আশরাফুলের পিতা মনজু মিয়া বাদী হয়ে নান্দাইল মডেল থানা একটি নিয়মিত মামলা দায়ের করে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, এ ঘটনায় গত ২৩ জুন ৭ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। তার মধ্যে রুবেল মিয়া নামে এক আসামি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল মারা যাওয়ায় এখন ওই মামলাটিই হত্যা মামলায় রুপান্তরিত হবে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

নতুন দিনের অগ্রযাত্রার প্রত্যাশা নিয়ে ফ্রেশ এলপি গ্যাসের সেলস কনফারেন্স অনুষ্ঠিত

শেয়ারবাজারে আসছে মিডল্যান্ড ব্যাংক, কর্মকর্তারা পাবেন ৩৫ লাখ শেয়ার

অর্থনীতিকে প্রাণবন্ত রাখতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

লোহিত সাগরে ৩০০০ সেনা পাঠিয়েছে মার্কিন নৌবাহিনীর

পরমাণু শক্তি কমিশনের ৩ কর্মকর্তাসহ ৪ জন নিহত

দেশ ব্যাপী বৈশাখী মিলনমেলা উৎযাপন করলো এ সি আই মটরস্

সাংবাদিক পীর হাবিবুর রহমানের তৃতীয় জানাজা সম্পন্ন

প্রধানমন্ত্রীর নির্দেশে রুপগঞ্জে অগ্নিকাণ্ড ঘটনাস্থল পরিদর্শনে আওয়ামীলীগের নেতাকর্মীরা

লায়ন মোহাম্মদ গিয়াস উদ্দিনের জন্মদিন পালন

ফরিদপুরের কোতোয়ালি ও দক্ষিণ কেরানীগঞ্জে ২ জন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ব্রেকিং নিউজ :