আরএন শ্যামা, নান্দাইল প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী তাবাসসুম, বিভিন্ন চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহন করে জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়েছে। তার চিত্রাংকনের মধ্যে বঙ্গবন্ধুর ছবি,মুক্তিযোদ্ধসহ বিভিন্ন গ্রামীণ ঐতিহ্য রয়েছে। শুধু চিত্রাংন নয়, ব্যাডমিন্টন, রচনা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশ গ্রহন করে জেলা ও বিভাগীয় পর্যায়ে অনেক পুরস্কার লাভ করেছে। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ এ সে উপজেলায় শ্রেষ্ট শিক্ষার্থী হিসাবে নির্বাচিত হয়।২০১৮ সনে বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে জানো”রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহন করে, সে ময়মনসিংহ জেলায় প্রথম স্থান অর্জন করে। সে ব্যাডমিন্টন খেলায় অংশ গ্রহন করে জেলায় রানার্সআপ হয় ও ২০১৯-২০২০ সনে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহন করে বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় ও জেলা পর্যায়ে প্রথম স্থান লাভ করে। এ পর্যন্ত সে চিত্রাংকন, খেলাধূলা,রচনা প্রতিযোগিতা,কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশ গ্রহন করে শতাধিক পুরস্কার ও সার্টিফিকেট অর্জন করেছে। সে চিত্রাংকন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করার আশাবাদী। পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টফুলে বৃত্তি লাভ করে সে।তার মাতা সুলতানা রাজিয়া চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে ইসলামিয়াতের সহকারি শিক্ষিকা ও বাবা মুহিবুর রেজা একজন সমাজসেবক।সে সকলের কাছে দোয়া প্রার্থী।