আরএন শ্যামা, নান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য-প্রযুক্তি আইসিটি বিভাগের সহযোগিতায় শনিবার (১২ ডিসেম্বর) ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। ‘যদিও মানছি দূরত্ব, তবু আছি সংযুক্ত’ এই প্রাতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের প্রশাসনিক ভবনে উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তথ্য ও প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা রাকিবুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শোভন রাংসা, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুকন উদ্দিন আহম্মদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোহাম্মদ আলী সিদ্দিক, সাংবাদিক আলম ফরাজী, শামছ-ই-তাবরীজ রায়হান প্রমুখ। আলোচনা সভা শেষে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক রচনা ও বক্তৃতা প্রতিযোগীতায় ছয়জন বিজয়ী ছাত্র-ছাত্রীর মাঝে পুরষ্কার প্রদান করা হয়।